স্টাফ রিপোর্টারঃ বন্দর থানার মুরাদপুরে মনিরুজ্জামান মনু নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথায় গুলি করে হত্যার প্রতিবাদে ১৬ জুলাই মঙ্গল দুপুরে জাতীয় প্রেসক্লাবে মনুর স্ত্রী সন্তান সহ এলাকাবাসীর মানববন্ধন।
সাম্প্রতি বন্দর মুরাদপুরে একদল কুখ্যাত সন্ত্রাসীদের হাতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলির পর কুপিয়ে হত্যা কান্ডের ৪০ দিন পার হলেও আসামীরা ধরাছোঁয়ার বাহিরে। এলাকাবাসীর ক্ষোভ পুলিশ আসামিদের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে চুপসে গেছে।
মানববন্ধনে মনুর স্ত্রী সাবিনা জানান আমার স্বামী বেড়াতে এসেছে তিনি গাজীপুরে ব্যবসা করেন আত্মীর মৃত্যুর খবর শুনে মুরাদপুর ছুটে আসে। অথচ আমার স্বামীকে একদল সন্ত্রাসী এসে সম্পতির লোভে পূর্ব শত্রুতার জেরে নির্মম ভাবে কুপিয়ে খুন করে। আমি এই নর ঘাতকদের ফাসি চাই, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা চাই। তারা চাইলেই দ্রুত আমার স্বামীর খুনিদের বিচারের আওতায় নিয়ে আসতে পারে। আমি প্রতিনিয়ত আমার ছেলে মেয়েকে নিয়ে আতংকে আছি।
এসময় মনুর ছোট্ট মেয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরে শুধু একটাই কথা বলে আমার বাবার খুনিদের ফাসি চাই।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে সুমন ভূইয়া জানান মনিরুজ্জামান মনুর কি নির্মম নিঃসংশ হত্যাকান্ড এখনো চোখে ভাসে কুখ্যাত খুনিদের দ্রুত আইনের আওতায় এনে ফাসি দাবি করছি।মামলার বিষয়ে জানতে চাইলে বন্দর থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান আমরা ইতিমধ্যে ৩ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমাদের তৎপরতা চলমান, অচিরেই বাকি আসামীদের আইনের আওতায় নিয়ে আসবো।