রুদ্রবার্তা২৪.নেট: বন্দরে সাংবাদিক পুত্র নিহত স্কুল ছাত্র জিসান আহমেদ ও তার সহপাঠি কলেজ ছাত্র মিহাদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পারিবারিক ভাবে দোয়া ও মিলাদ মাহফিল পালন করা হয়েছে। মঙ্গলবার (১০ আগষ্ট) বাগবাড়ি দাফন কাফন কমিটির কার্যালয়ে নিহতদের স্বরনে দিনব্যাপী কোরআন খানী, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন বাগবাড়ি দাফন কাফন কমিটির হাজী মো. হোসেন মিয়া, বাগবাড়ী পঞ্চায়েত কমিটির সভাপদি মো. আক্তার হোসেন, সামছুদ্দিন মিয়া, মো. খায়রুল, মো. শফিউদ্দিন, মো. মান্নান, রবিন মিয়া, নুরে আলম, মো. রাজিব, জিতু, রাকিব, মেহেদী, রেহান, হাকিম, মাহে আলম, সেলিম ও নিহত স্বজনদের আতœীয়স্বজন।
উল্লেখ্য, গত ২০২০ সালের ২০ আগষ্ট স্কুল ছাত্র জিসান আহমেদ ও তার সহপাঠি কলেজ ছাত্র মিহাদকে সন্ত্রাসী শামীম, মুক্তার হোসেন ও আহাম্মদ আলীগং পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ শীতলক্ষা নদীতে ফেলে যায়। পরে পুলিশ তাদের আটক করলে নিহতের পিতা সাংবাদিক কাজিম আহমেদ বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি পিবিআই তদন্তাধীণ রয়েছে।