রুদ্রবার্তা২৪.নেট: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ আগস্ট) বাদ আসর নগরীর ২নং রেলগেইটে অবস্থিত নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ রাসেলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু, ফরিদ উদ্দিন, সাবেক নারী সাংসদ হোসনে আরা বাবলি, যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এ সময় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নাম দেশ পেরিয়ে বিশ্বব্যাপী পরম শ্রদ্ধায় উচ্চারিত হওয়ার নেপথ্যে ছিলেন ফজিলাতুন্নেছা। বঙ্গবন্ধু দলীয় নেতাকর্মীদের প্রত্যেককে দেখতেন নিজ পরিবারের সদস্যের মতো। বঙ্গবন্ধু পরিবারের সদস্যগণও তাই মনে করতেন। নেতাকর্মীদের বিপদ-আপদে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা তাদের পাশে দাঁড়াতেন পরম হিতৈষীর মতো। কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী বই দুটো লেখার পেছনেও রয়েছে বঙ্গমাতার অবদান। মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুকে আগলে রেখেছিলেন তিনি।