রুদ্রবার্তা২৪.নেট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিতী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় বঙ্গবন্ধু চত্ত¡রে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে পুষ্পস্তবক অর্পন করেন তিনি।
প্রথমে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পন করেন মেয়র আইভী। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন, তত্ত¡াবধায়ক প্রকৌশলী কানরুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন, পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হোসেন, আলমগীর হীরণ, পরিদর্শক শ্যামল পাল, কাউন্সিলর কবির হোসাইন প্রমুখ।
সিটি কর্পোরেশনের পর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন মেয়র আইভী। আইভী ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।
মহানগর যুবলীগের নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পনের সময়ও উপস্থিত ছিলেন সিটি মেয়র আইভী। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, যুবলীগ নেতা শরীফ হীরা, আব্দুল মোত্তালিব, হিমেল খান প্রমুখ।
এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের লোকজনের আত্মার মাগফেরাত কামনা করেন ডা. সেলিনা হায়াৎ আইভী। শোকের মাসকে শক্তিতে রূপান্তরের তাগিদ দেন। পরে রান্না করা খাবার বিতরণ করেন তিনি।