নারায়ণগঞ্জ ফতুল্লা থানার হাজীগঞ্জ মুলিবাঁশ এলাকায় তিতাসের যোগশাজসে মোটা অংকের অর্থের বিনিমেয় একাধিক ডাইংয়ে অবৈধ গ্যাস সংযোগ।
তথ্য সূত্রে জানা যায় মুলিবাঁশ এলাকায় বাংলা ডাইংয়ের পরিচালক হাফিজুর রহমান মুক্ত তিতাস অফিসের কর্মকর্তাদের যোগশাজসে দীর্ঘ দিন যাবত অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ফ্যাক্টরি চালাচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায় হাজীগঞ্জ মুলিবাঁশ আবাসিক এলাকায় বাংলা ডাইং গড়ে উঠায়, আবাসিক বাসা বাড়িতে গ্যাসের চরম বিঘ্ন ঘটে। এতে করে এলাকাবাসী চরম বিপাকে।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান একে’তো আবাসিক এলাকায় ফ্যাক্টরি তার-উপরে আবার অবৈধ গ্যাসের সংযোগ। এতে করে আমরা এলাকাবাসী খুবই কষ্টে জীবন যাপন করছি।
এবিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ অঞ্চল তিতাসের পরিচালক মামুনুর রশীদ জানান আমরা এই বিষয়ে অবগত নই। তবে এখন আপনাদের মাধ্যেমে জানতে পেরেছি। অচিরেই আমরা অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন কাজ করবো। এতে আমাদের কেউ জরিত থাকলে কাউকেই ছাড় দিবোনা।