নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২১ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- শ্রী সবুজ মন্ডল @ রিপন (২৭), মো. সুমন হোসেন (৩৮), মো. দেলোয়ার হোসেন (৪০), মো. সেলিম @ রহিঙ্গা (৪২), মো. শামীম (৫০), মো. রনি @ স্বপন (২৯), রিপন (৪০), হাফিজুর (৪২), নাদিম (২৮)।
মো. রতন মৃধা (৩৪), মো. মনিজল (৪২), মো. তাজেল (২৮), মো. আমজাদ শেখ (৩২), মো. মনির হোসেন (২৮), মো. বাহাউদ্দিন (৩০), মো. হাসান (২৬), মো. মানিক (২৫), মো. শহিজল (২৫), মো. মোশারফ হোসেন (৪৪), মো. আবুল কালাম (৩৮), কালাম (৩৪)। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ ২৮ হাজার ১শ’ ৪০ টাকা উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে র্যাব-১১’ র পৃথক ২টি আভিযানিক দল ফতুল্লার দক্ষিন কায়েমপুর এবং সিদ্ধিরগঞ্জের এনায়েত নগর কুতুবপুর এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, ফতুল্লার দক্ষিন কায়েমপুর এবং সিদ্ধিরগঞ্জের এনায়েত নগর কুতুবপুর এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।