ফতুল্লায় ৬ব্যাক্তিকে আটক করেছে র্যাব-১১। র্যাবের দাবি আটককৃতরা চাঁদাবাজ চক্রের সদস্য। বৃহস্পতিবার (৭ এপ্রিল) ফতুল্লা পাগলা বাজারের নিউ মসজিদ মার্কেট এলাকায় সোনারগাঁ রেস্তোরার সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগত টাকা ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয় বলে জানায় র্যাব।
আটককৃতরা হলো, ফতুল্লা কুতুবপুরের পাগলা পূর্ব পাড়া এলাকার মৃত আজহার তালুকদারের ছেলে মো. ওলি (৫৬), ফতুল্লা পাগলা, মুন্সিবাড়ী (৬নং ওয়ার্ড) এলাকার মো. বাবুল মিয়ার ছেলে মো. নাহিদ (২৮), পটুয়াখালী কলাপাড়া চম্পাপুর এলাকার কুদ্দুস হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (৪০), পটুয়াখালী বড়বিঘাই (১৫নং ওয়ার্ড) এলাকার মৃত মোতাহার আকনের ছেলে মো. আইউব আলী (৪০), পটুয়াখালী বরুনবাড়িয়া (১নং ওয়ার্ড) এলাকার মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মো. ইব্রাহীম হাওলাদার (৩৫) ও পটুয়াখালী কালক্যাপুরের বল্লদপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. কাউসার (৩৫)।
র্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফতুল্লা মডেল থানার পাগলা বাজারের নিউ মসজিদ মার্কেট এলাকায় সোনারগাঁ রেস্তোরা এর সামনে থেকে বিভিন্ন ধরনের গাড়ী চালকদের কাছ থেকে চাঁদাবাজির সময়, চাঁদাবাজির টাকা সহ হাতেনাতে তাদের আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।