নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর যৌতুক ও নারী নির্যাতন মামলায় স্বামী মোঃ আরিফ হাসান (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আরিফ হাসান ফতুল্লা মডেল থানার ধর্মগঞ্জ ঢালী পাড়ার নাছির ঢালির পুত্র।
শনিবার (২৬ জুন) দুপুরে তাকে ফতুল্লার ধর্মগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার (২৫ জুন) নারী নির্যাতন, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে ও যৌতুকের অভিযোগ এনে আরিফ হাসানের শ্বশুড় মোক্তার হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
লিখিত এজাহারের ভিত্তিতে জানা যায়, মোঃ মোক্তার হোসেনের মেয়ে মেহেরুন (২০)’র সাথে ধর্মগঞ্জ ঢালী পাড়ার নাছির ঢালির পুত্র আরিফ হাসানের ২০১৯ সালের অক্টোবর মাসের ১১ তারিখে ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিয়ের পর থেকে মেহেরুনকে স্বামী আরিফ যৌতুকের দাবীতে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। মেহেরুনের সুখের কথা চিন্তা করে বাবা মোক্তার হোসেন জামাই আরিফকে বিভিন্ন সময় পর্যায়ক্রমে কয়েক দফায় প্রায় ২০ লাখ টাকা যৌতুক হিসেবে প্রদান করেন। তারপরেও প্রায় সময় যৌতুকের দাবীতে মেহেরুনকে মানসিক এবং শারিরীক ভাবে নির্যাতন করতো আরিফ। গত দুই মাস পূ্র্বে মেহেরুন স্বামীর নির্যাতন থেকে বাচঁতে বাবার ধর্মগঞ্জ ঢালিপাড়াস্থ বাসায় চলে আসে।