রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাঁকড়ায় খাওয়া-কাটা ইলিশে সাধ মেটাচ্ছে মধ্যবিত্তরা বিদেশের সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ খাটরা পশ্চিম পাড়া কবরস্থান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও জনউদ্বেগ ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হাজীগঞ্জ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন প্রাবসী স্বামীকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি স্ত্রী সোনিয়া ও তার পরিবারের বিরুদ্ধে নির্ট ওনার্স নির্বাচনে সেলিম সারোয়ার প্যানেলে নিরুঙ্কুশ জয় হাজী শহীদুল্লাহ্ টিটু’র নিরপেক্ষতায় গণতান্ত্রিক ভোটাধিকার এর মাধ্যমে পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে বিআরপি পার্টির উপদেষ্টা সংবাদ সম্মেলন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে বন্দরে বিএনপির পক্ষ থেকে মিলাদ ও দোয়া

প্রাবসী স্বামীকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি স্ত্রী সোনিয়া ও তার পরিবারের বিরুদ্ধে

  • আপডেট সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১১.১৫ এএম
  • ১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি : স্বামীকে রেখে পরকিয়ায় এখন লিপ্ত প্রবাসীর স্ত্রী সোনিয়া,প্রবাসী স্বামীকে মিথ্যা মামলা দেওয়ার হুমকি স্ত্রী সোনিয়া বিরুদ্ধে প্রবাসী স্বামী সাদ্দামের অভিযোগ।
কাইতাখালী এলাকার আসলাম মিয়ার বড় মেয়ে সোনিয়ার সাথে ইসলাম শরিয়ত মোতাবেক বিয়ে হয় মনারবাড়ী এলাকার মোক্তার মিয়ার বড় ছেলে সাদ্দামের সাথে। কিছুদিন পর মোক্তার মিয়ার ছোট ছেলে শান্তর সাথে প্রেম হয় আসলাম মিয়ার ছোট মেয়ে মিম এর সাথে।দীর্ঘদিন ধরে বিদেশে কর্মরত অবস্থা থাকে শান্ত । বছর আগে বিদেশ থেকে ছুটিতে আসার সময় মিম এর সাথে আমার পরিচয় হয়।দিরে দিরে তাদের মাঝে সম্পর্ক ভালোবাসায় রূপান্তরিত হয় এবং এভাবে ৫ বছর চলতে থাকে।শান্ত বিদেশ থেকে পুনরায় ছুটিতে আসলে পরিবারকে বিভাবে মিমকে বিয়ে করার কথা বললে শান্তর বাসায় তা সম্মতি দেয়নি। এরপর মিম ও তার পরিবার কথা মতো শান্তর সাথে বিয়ে হয়।তারা বলে বিয়ে হয়ে গেলো মেনে নিবে ভুলবাল বুঝিয় শান্ত তখন তাদের কথামতো ছুটির পাঁচ দিন বাকি থাকতে মিমকে বিয়ে করে পরিবারকে কোনো কিছু না জানিয়ে এবং পরিবারের কাছ থেকে বিষয়টি গোপন রাখে। অতঃপর বিদেশ এসে ১ মাস পর মিম শান্তর স্বর্ণের চুড়ি, কানের দুল, পায়ের নুপুর বানিয়ে দেওয়ার কথা বলে। দীর্ঘ ৫ মাস কষ্ট করে টাকা উপার্জন করে শান্ত মীমকে তিন (৩) ভরি স্বর্ণ ও চার (০৪) ভরি রুপার গহনা বানিয়ে দেই। এগুলো বানিয়ে দেওয়ার কিছুদিন পর শান্ত যখন বলে এগুলো প্রড়ে ভিডিও কলে আসতে তখন সে নানা রকম ছল চাতুড়ি করে। কখনো বন্ধক, কখনো বিক্রি করে দেওয়ার কথা বলে।তখন জিদ করে এক (০১) মাস মিম এর ভরণ পোষণ এর টাকা (প্রতিমাসে ১৫ হাজার) বন্ধ করে দেই। তখন ক্ষিপ্ত হয়ে শান্তর বাসায় গিয়ে পরিবারের লোকজনকে গালাগালি ও মৃত্যুর হুমকি দেয়।শান্তর পরিবার যখন তাদের বিয়ের কথা জানতে পারে তখন তারা মিমকে বাসায় আনতে চাইলে ৫ লক্ষ টাকা দাবি করে এবং ৫ লক্ষ টাকা না দিলে বাড়ি-ঘর পুড়িয়ে দিবে এব শান্তর বাবা মাকে হত্যা করবে বলে হুমকি দেয়। কোন উপায় না পেয়ে বিষয়টি আত্মীয়-স্বজন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গের সহিত আলোচনা করে থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করে । উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করিয়া বিষয়টি সমাধান করিতে থানায় বসা হয়।কিন্তু কোন সমাধান হয়নি।এই দিকে প্রবাসী সাদ্দাম কে প্রতিনিয়ত মোবাইলে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাবে বলে হুমকি দিচ্ছে সাদ্দামের স্ত্রী সোনিয়া।সাদ্দাম প্রবাসে থাকার কারনে তার স্ত্রী পরকিয়াতে লিপ্ত বলে সে খবর পায় এমন কি সে ছেলের সাথে ছবি ও প্রবাসী স্বামী সাদ্দাম কে পাঠায় সোনিয়া।সোনিয়া সাদ্দামের কাছে টাকা চাহিলে সাদ্দাম দিতে অনিহা প্রকাশ করলে সোনিয়া টাকা না দিলে বিদেশ থেকে মিথ্যা মামলা দিয়ে নিয়ে আসবে হুমকি প্রধান করে ফোনে স্বামী সাদ্দাম কে।এমন অবস্থায় দুই মেয়ের ট্রাপে পড়ে প্রবাসী দুই ভাই আজ মানসিক ভাবে ভেঙ্গে পরেছে তাই এই পরিবারের কাছ থেকে মুক্তি পাবার জন্য কোটে মামলা দায়ের করে, কোর্ট পিবিআই কে তদন্তের জন্য নির্দেশনা প্রধান করে। প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্তের জন্য দাবি করে প্রবাসীর পরিবার তারা জানান দুই বোনের কারনে বিদেশে কর্মের সব অর্থ আতসাৎ করে এখন তারা রাজরানী আর প্রবাসীর পরিবার রাস্তার ভিক্ষারী বনে গেছে।পরকিয়া আসক্ত সোনিয়ার লুভি পরিবারের দৃষ্টান্ত মুলুক শাস্তি দাবি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort