নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বার্মাইস্টানে অবস্থিত পদ্মা ডিপোতে বহিরাগতদের আগমনের কারণে আইন-শৃঙ্খলার যেনো কোনো অবনতি না হয় সে লক্ষ্যে বার্মাইস্টান এলাকায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ৭টায় শিমরাইল-ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কে পদ্মা ডিপো গেইটের সামনে পদ্মা ইউনিট কমিটির মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
উক্ত প্রতিবাদ সভায় পদ্মা ইউনিট কমিটির মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পদ্মা ডিপো ইউনিটের কার্যকরী সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন মেহেদী, পদ্মা ডিপো ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ খোকন, পদ্মা ডিপো ইউনিটের সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ, বাংলাদেশ পেট্রোল শ্রমিক ইউনিয়নের এর সিনিয়র সহ সভাপতি নূর হাজী, বাংলাদশে এসোসিয়েশন পেট্রোলিাম লি. যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আবদুল জাব্বার সহ প্রমুখ।
উক্ত সভায় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী জাহিদ হোসেন বলেন, গোদনাইল পদ্মা ডিপোর ভেতরে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। কারণ, ডিপোর ভিতরে বাহিরের মানুষ প্রবেশ করলে ডিপোর ভিতরের সুরক্ষায় বিঘ্নিত ঘটতে পারে যে কোনো সময়ে। তাই আইনানুযায়ী বিভিন্ন নিয়ম-শৃঙ্খলার রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বক্তারা। এছাড়াও সাম্প্রতিক সময়ে বিভিন্ন সন্ত্রাসী হামলা ও শ্রমিক প্রহারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করার দাবি জানান অন্যান্য নেতৃবৃন্দরা।