রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিলাম। সারা জীবন তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ফাঁসির মঞ্চে গিয়েও তিনি বাঙালি জাতির স্বার্থে কথা বলেছেন। মৃত্যুর ভয় করেননি।’
মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১২টায় জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। স্বাধীনতা বিরোধী চক্রের কারণে তিনি সোনার বাংলা দেখে যেতে পারেননি। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণে কাজ করছেন। এখনও চোরের দল ঘাপটি মেরে আছে। কিছু নেতাকে সুযোগ-সুবিধা দিয়ে ত্যাগী নেতাদের পেছনে ফেলে হাইব্রিডরা এগিয়ে যাচ্ছে। তাদের পরিহার করতে হবে।’
তিনি বলেন, ‘যুগ যুগ ধরে বাঙলি জাতি উন্নয়নের চরম পর্যায়ে পৌঁছাতে চাইলেই চোরের দল আঘাত হানে। এখন তারা আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে স্বার্থ হাসিলের লক্ষ্যে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তাদের কঠোরভাবে দমন করার লক্ষ্যে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করে যাচ্ছেন। আজকে সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। ত্যাগীরা ওই স্বার্থান্বেষী লোকদের কারণে পিছে পড়ে গিয়েছে। আওয়ামী লীগের কিছু নেতাদের সুবিধা দিয়ে এই হাইব্রিড নেতারা এগিয়ে যেতে চাচ্ছে। এসব হাইব্রিড নেতাদের পরিহার করে বঙ্গবন্ধুর আদর্শে শোককে শক্তিতে রূপান্তরিত করে ত্যাগের মহিমায় আমাদের কাজ করে যেতে হবে।’
বক্তব্য শেষে ২০ প্রশিক্ষণার্থীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও নগদ টাকা তুলে দেন চেয়ারম্যান আনোয়ার হোসেন। এর আগে জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে তাদের সেলাই মেশিন চালানোর প্রশিক্ষণ প্রদান করা হয়। শোক দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং সম্মেলন কক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মো. ওয়ালী উল্লাহ, উপসহকারী প্রকৌশলী আবু আশরাফুল হাসান, কাঞ্চন কুমার পালিত, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাড. মাহমুদা মালা, সদস্য অ্যাড. নূরজাহান বেগম, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুজ্জামান। সম্মেলন কক্ষে মিলাদে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মুজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, ফারুক হোসেন, মোস্তফা হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য শামসুল আলম ভাষানী প্রমুখ।