বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিকেওএ) আসন্ন নির্বাচনে নিট ঐক্য ফোরাম প্যানেলের লিডার সেলিম সারোয়ারের নেতৃত্বে পুরো প্যানেলের নিরঙ্কুশ নির্বাচিত হন। প্যানেল লিডার হিসেবে টানা তিনবারের মত নিটিং ওনার্সের সভাপতি হতে যাচ্ছেন সেলিম সারোয়ার। শনিবার ১৬ আগষ্ট সন্ধায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান স্বপন চৌধুরী বাংলাদেশ নিটিং ওনার্স এাসোসিয়েশন নির্বাচনের ফলাফল প্রকাশ করেন।
নির্বাচন কমিশন তথ্যমতে, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচনে দুই প্যানেল থেকে ৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন।তার মাঝে ২১ জনকে বিজয়ী ঘোষনা করা হয়। তবে নির্বাচিত ২১ জনের মাঝে সেলিম সারোয়ারের নেতৃত্বাধীন নীট ঐক্য ফোরাম থেকে ২০ জন নির্বাচিত হন।
এসময় নির্বাচন কমিশন চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, সেলিম সারোয়ার এবং আবু তাহের শামীমের সহযোগিতায় আমরা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি। যা আগামী নির্বাচনের মাইল ফলক হিসেবে স্বরনীয় হয়ে থাকবে। ভোটাররা সতস্ফুর্ত ভাবে ভোট প্রদান করেছেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। পরে সহকারি নির্বাচন কমিশন সোহেল আক্তার সোহান নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
তার মাঝে নিট ঐক্য ফোরামের প্যানেল লিডার সেলিম সারোয়ার ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। আবু রায়হান পান ২৬৯ ভোট। এছাড়া মো. জাকির হোসেন ২৬৩,সিরাজুল ইসলাম চৌধুরী ২৫৮, দেলোয়ার হোসেন ২৫৫,মোহাম্মদ ইদ্রিস মিয়া ২৪৪,মো. মোজাহার আলী ২৪৩,শফিকুর রহমান ২৪১, শ্যামল দেবনাথ ২৩৯, বশির আহম্মেদ ২৩৭, আবু বকর সিদ্দিক আবুল ২২৯, মো. শামিম হোসেন সরকার ২১২, জাকির হোসেন ২২৯,আবু সাইদ ২২৮, মো. আরিফুল ইসলাম ২২২,বাহাউদ্দিন আহম্মেদ ২২২,এনামুল হাফিজ ২২০,বুলবুল আহম্মেদ ২২০,আবদুল হাকিম ২১৭, মিসেল শেখ ২১১, আবু তাহের শামীম ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন।
অপরদিকে নীট ঐক্য ফোরামের প্যানেল লিডার ও বর্তমান সভাপতি সেলিম সারোয়ার বলেন, সুষ্ঠ নিরপেক্ষ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীরা সতস্ফুর্ত ভাবে ভোট প্রদান করেছেন। নিট ব্যবসায়ীদের যেই কাজ গুলো অসম্পুর্ণ রয়েছে তা সম্পুর্ণ করবো। আমি নির্বাচিত হওয়ায় সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য গত ১৪ মে এক সভার মাধ্যমে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। তফসিল অনুযায়ী ২৪ জুন চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৬ আগষ্ট সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচনে এবার ৪৫৮ জন ভোটারের মাঝে ৪৩১ জন ভোটার ভোট প্রদান করেন। তার মাঝে ১৫টি বোট বাতিল হয়।