রুদ্রবার্তা২৪.নেট: আগামী ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। গত ২৩ আগস্ট দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ তথ্য জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এ ঘোষণার পর নারায়ণগঞ্জ নগরীতে লেগেছে নির্বাচনী ঢেউ। অফিস-আদালতে, খাবারের হোটেল, মোড়ের চায়ের দোকানে চলছে নির্বাচন কেন্দ্রিক আলোচনা।
এদিকে বিধি মোতাবেক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ এবং বিদ্যমান সীমানা ও ওয়ার্ড বিন্যাস নিয়ে আদালতে কোন মামলা না থাকায় নির্বাচন অনুষ্ঠিত হতে কোন আইনি জটিলতা কিংবা বাধা নেই বলে জানিয়েছে স্থানীয় সরকার। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের এক চিঠির প্রেক্ষিতে এ মতামত জানায় স্থানীয় সরকার বিভাগ। বুধবার ২৫ আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকে বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবকে এ মতামত জানান।
স্মারকে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চলতি পরিষদের নির্বাচন গত ২০১৬ সালের ২২ ডিসেম্বর ও ১ম মাসিক সাধারণ সভা ২০১৭ সালের ৮ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হয়। এ পরিষদের মেয়াদ আগামী ২০২২ সালের ৭ ফেব্রæয়ারি শেষ হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিদ্যমান সীমানা, ওয়ার্ড বিন্যাস ইত্যাদি বিষয়ে আদালতে কোনো মামলা নেই। ফলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরবর্তী নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনগত জটিলতা নেই।
বিধি মোতাবেক সিটি করপোরেশনের মেয়াদ হবে প্রথম সভা থেকে পাঁচ বছর। সে অনুযায়ী ৬ মাস আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।নগরবাসীর এখন অপেক্ষার পালা কবে নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।