রুদ্রবার্তা২৪.নেট: সেনাবাহিনীর সদর দপ্তরের ৯ আর্টিলারি বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম বলেছেন, ‘করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে এই কঠোর লকডাউন। আর লকডাউন যাতে সবাই মানে তাই জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরাও কাজ করছি। আমাদের সকলের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। যদি আমরা নিজেদের মধ্যে সচেতনতা বাড়াতে পারি তাহলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো।’
রোববার (৪ জুলাই) দুপুরে লকডাউন পরিস্থিতিতে শহরের চাষাঢ়ায় সেনা টহল শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। এ সময় বিজিবি-৫২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আল আমিনসহ সেনা ও বিজিবি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ একটি শিল্পাসমৃদ্ধ জেলা। এখানে লকডাউন আরোপ করা অত্যন্ত জরুরি। গত বছর নারায়ণগঞ্জ করোনার হটস্পট হিসেবে পরিচিত ছিল। গত বছর জেলা প্রশাসন ও নিরাপত্তাবাহিনী যে প্রয়াস নিয়ে কাজ করেছিল সেই প্রয়াসের সুবাদে বর্তমানে নারায়ণগঞ্জের অবস্থা অনেক ভালো। এই ভালো অবস্থা আমরা বজায় রাখতে চাই। এবং আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটি সঠিকভাবে পালন করতে চাই।’
সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল বলেন, ‘সকলে আমাদের উপর আস্থা রাখবেন। আপনাদের আরেকটু সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। যে নিয়ম-কানুন বা ২১ দফা জারি করা হয়েছে। সেগুলোর প্রতি সকলকে আস্থা রাখতে হবে।’
গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘করোনায় জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের ভূমিকাও অনেক। আমরা সকলে মিলে যদি কাজ করি তাহলে এই অজানা শত্রুর বিরুদ্ধে অবশ্যই জয়ী হতে পারবো।’
এর আগে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায়ও যোগ দেন সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল সাজেদুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন কর্ণেল মুহিদ, র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী প্রমুখ।