শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেসারদের চোটের কবল থেকে বাঁচাতে নতুন পদক্ষেপ পিসিবির এক মিনিটের ভিডিওতে ঝড় তুললেন নুসরাত ফারিয়া ৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র : প্রেস উইং বন্দরে পেশাদার সাংবাদিকদের নৌভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত উচ্ছেদ অভিযান। নারায়ণগঞ্জ ৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করবেন সাদরিল দড়িকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পবিত্রতা রর্ক্ষুাতে মানববন্ধন পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে ধস, ৩০ বসতঘর বিলীন ১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশি পণ্যে ২০% শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের রূপগঞ্জে ভুলতা স্কুল এন্ড কলেজে ঘুরছে আওয়ামী লীগের প্রেতাত্মা

নারায়ণগঞ্জ ৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করবেন সাদরিল

  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫, ২.১৮ পিএম
  • ১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ ৫ (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন) নিয়ে গঠিত সংসদীয় আসন (২০৮) থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয়তবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় সহ সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক দুই বারের নির্বাচিত সফল কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল। বুধবার (৩০ জুলাই) রাতে নাসিক ৫নং ওয়ার্ডে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ঘোষনা দেন।

গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, নির্বাচন কমিশনের বর্তমান আসন পুর্নগঠনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়ে গঠিত সংসদীয় আসন ২০৮ তথা নারায়ণগঞ্জ ৫ থেকে আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক ও জনগনের ভালোবাসা ও সর্মথন নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহন করবো (ইনশাআল্লাহ)। তিনি বলেন, আমি জনগনের সমর্থন নিয়ে পরপর দু বার ফ্যাসিস্ট সরকারের মনোনীত প্রার্থীদের হারিয়ে নাসিক কাউন্সিলর নির্বাচিত হয়েছি । আমি আশা করি দল যদি আমাকে মনোনয়র দেয় তাহলে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে এ আসনটি দলকে বিজয়ী করে উপহার দিতে পারবো।

নারায়ণগঞ্জের রাজনীতিতে ব্যাতিক্রম নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ আলহাজ¦ মুহাম্মাদ গিয়াস উদ্দিনের ২য় সন্তান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরপর দুই বারের সফল জনতার কাউন্সিলর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ক্লিন ইমেজের ব্যাতিত্ব সম্পন্ন গোলাম মুহাম্মাদ সাদরিল। নারায়ণগঞ্জের রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করছেন।

জানাযায়, বিগত শেখ হাসিনার ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের ১৬ বছরে গোলাম মুহাম্মাদ সাদরিলের বিরুদ্ধে শতাধিক মিথ্যা মামলা হয়েছে, এই মামলায় কয়েকবার কারাবরন করেছে তবু থেমে যায়নি রাজনীতির মাঠ থেকে । মামলার কারনে এলাকায় আসতে না পারলেও দুর থেকে নেতা-কর্মীদের দিয়েছেন উৎসাহ যাতে তাদের মনোবল ভেঙ্গে না যায়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টানা দুইবারের নির্বাচিত জনতার কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল। সিটি নির্বাচনের সময় বিএনপিতে কোন পদপদবি না থাকলেও দুইবারই সাধারন মানুষের সমর্থনে নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত হয়েই নেমে পড়েন এলাকার সাধারন মানুষের দুর্দশা দেখতে সেখানেই সমস্যা সেখানেই বাড়িয়ে দিয়েছেন সহযোগীতার হাত । দেশে করোনা মহামারির সময়ে নিরবে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পৌছে দিয়েছেন খাবার সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র । তবু ও হাল ছাড়েননি যে কোন বিপদ-আপদে মানুষের পাশে দাড়িয়েছেন ছায়ার মতো। তার নির্বাচিত এলাকাকে মাদক মুক্ত করার জন্য রীতিমতো তিনি যুদ্ধ ঘোষনা করেছিলেন, প্রশাসনের সহযোগীতায় মাদক ব্যাবসায়ী ও মাদক সেবীদের মাদক মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়েছেন। নিজের নির্বাচিত এলাকা নারায়ণগঞ্জ ছাড়াও ব্যাক্তিগত উদ্যোগে সিলেট ও নোয়াখালীর বন্যার্তদের পাশে দাড়িয়ে বাড়িয়ে দিয়েছেন সহযোগীতার হাত। তিনি নিজে বন্যা দুর্ঘত এলাকায় গিয়ে বন্যার্ত মানুষের ঘরে ঘরে পৌছে দিয়েছেন উপহার সামগ্রী। এছাড়াও এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মসজিদ মাদ্রসা, মন্দিরের সহযোগীতায় পাশে দাড়িয়েছেন সাদরিল।
গত ৫ আগস্ট হাসিনা সরকার পালিয়ে গেলে শক্ত হাতে রাজনীতির মাঠে অবস্থান নেন সাদরিল, তার নেতা-কর্মীরা যাতে কোন অপ্রীতিকর ঘটনা না করতে পারে সে জন্য কঠোর ভুমিকা পালন করেন তিনি। বাবা জেলা বিএনপি’র সভাপতি থাকলেও ক্ষমতার অপব্যাবহার করেননি তিনি।

নারায়ণগঞ্জ ৫ আসনের সাধারন মানুষের সাথে কথা বলে জানাযায়, সাদরিল আমাদের জনতার কাউন্সিলর, সে কাউন্সিলর থাকা অবস্থায় আমরা যে নাগরিক সুবিধা পেয়েছি তিনি তা এখনো আমাদের দিয়ে যাচ্ছেন । বর্তমানে সে কাউন্সিলর না থাকলেও তার থেকে সকল সুবিধা আমরা পাচ্ছি। তিনি আমাদের জনতার কাউন্সিলর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা তাকে নারায়ণগঞ্জ ৫ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। আমরা গোলাম মুহাম্মাদ সাদরিলের জন্য লড়ে যাবো ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort