নারায়ণগঞ্জে জুমার নামাজ শেষে শহরের চাষাঢ়া এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। শুক্রবার (১০ অক্টোবর) মিশনপাড়া এলাকার নূর মসজিদের সামনে তিনি নিজ হাতে বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।
নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে আসা মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন বাবুল। তিনি বলেন, “দেশকে নতুন পথে নিতে হলে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।”
একই সঙ্গে নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকার ১৪৩টি মসজিদের বাইরে জুমার নামাজ শেষে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। নেতাকর্মীরা মুসল্লিদের কাছে দোয়া চান দেশের শান্তি, ন্যায়বিচার ও পরিবর্তনের প্রত্যাশায়।
গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের হাতে দেখা গেছে দলীয় প্রতীক ও ৩১ দফা লেখা ব্যানার।