বেতন ভাতা বাড়ানোসহ ছয় দফা দাবির লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো নগরভবন ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসির) পরিচ্ছন্নকর্মীদের সংগঠন ওয়ার্কার্স ইউনিয়নের নেতাকর্মীরা।
প্রথম দিনের মতো নগরভবনের সামনে বুধবার (৩ আগস্ট) বেলা ১২টা থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। চলে বিকাল ৫টা পর্যন্ত।
যদি দাবি মেনে নেওয়া না হয়, তাহলে পরিচ্ছন্নকর্মীরা কাজ বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শিমুল দাস জানান, আমরা দফায় দফায় আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধানের চেষ্টা করেছি। শ্রমি অধিদপ্তরে গিয়েছে, মেয়র মেনে নেয়নি। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছি। গত মঙ্গলবার আমরা বিক্ষোভ মিছিল করেছি, বুধবারও করছি। আগামী কাল প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করবো। এর মধ্যে আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে পরিচ্ছন্নকর্মীরা সিটি করপোরেশনে কাজ বন্ধ করে দেবে।
পরিচ্ছন্ন কর্মী হেলানা আক্তার দিপা জানান, ৫ হাজার টাকা বেতন পাই, এর মধ্যে ঘর ভাড়া চলে যায় ২ হাজার টাকা, ১ হাজার টাকা উৎসব বোনাম কেটে নেয়। বাকি মাত্র দেড় থেকে দুই হাজার টাকা বেতন দিয়ে কি কারো পরিবার চলে? আমরা সিটি করপোরেশন কর্তৃপক্ষের সাথে বারবার বসার চেষ্টা করেও পারিনি। আমরা ভিক্ষাও চাই না, সহযোগীতাও চাইনা। আমরা শুধু চাই আমাদের শ্রমের প্রাপ্ত মজুরী।
হরিজন সম্প্রদায়ের সভাপতি অম্রিত লাল জানান, আমরা রাজপথে নেমেছে। রাজপতে থাকবো। দাবি আদায় না করে ঘরে ফিরবো না।