রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

  • আপডেট সময় শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ১১.১৩ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিােভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখা। শুক্রবার (১১ মার্চ) শুক্রবার বাদ জুম্মা ডিআইটি চত্বরে এ বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর সভাপতি মুহা. নুর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক এবিএম জাকারিয়া, নাসিক সাবেক মেয়র পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন খান, সহ-সভাপতি গিয়াসুদ্দিন মুহাম্মাদ খালিদ, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহা. আমির হোসেন, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মাও. আব্দুল হান্নান, ইসলামী যুব আন্দোলন মহানগরের সভাপতি ডা. মুহা. মিজানুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি মেহেদী হাসান, সিদ্ধিরগঞ্জ থানার সেক্রেটারি, হাফেজ মাও. আব্দুল্লাহ আল ফারুক, শহর শাখার সেক্রেটারি আব্দুর রহমান রোমান প্রধান প্রমুখ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক এবিএম জাকারিয়া বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজ জনগণের নাভিশ্বাস উঠছে। সাধারণ মানুষ বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে। টিসিবির পণ্যের ট্রাকে দীর্ঘ লাইন দিয়েও মিলছে না চাল-ডাল-তেল। উল্টোদিকে আপনার দলীয় লোক বলছে, মানুষের ক্রয় মতা বেড়েছে! ধিক্কার জানাই এসব বক্তব্যের। মাহে রমজানের আগেই দ্রব্যমূল্য রোধ করুন, নইলে মতা ছাড়ুন।
তিনি আরও বলেন, পবিত্র কুরআনে তথা ইসলামী শরিয়ায় মদকে হারাম ঘোষণা করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আপনাদের নানা ¯েøাগান, রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারপরও সেই মদকে বৈধতা দেওয়ার পায়াঁরা চলছে। স্পষ্ট বলে দিচ্ছি, মদের বৈধতা এদেশের ধর্মপ্রাণ মুসলমান কখনই মেনে নিবে না। সুতরাং সাবধান থাকবেন। এসকল দাবিতেই আগামী ৩১ মার্চ ঢাকায় জাতীয় মহাসমাবেশের ডাক দিয়েছে দলের আমীর হযরত পীর সাহেব চরমোনাই।
নগর সভাপতি নুর হোসেন পীর সাহেব চরমোনাইর আহবানে আগামী ৩১ মার্চ জাতীয় মহাসমাবেশে প্রতিটি ওয়ার্ড থেকে হাজারো জনতা নিয়ে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort