বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ত্বকী হত্যার ১০ বছরে ২১ দিনের কর্মসূচি

  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৩৪ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার দশ বছর উপলক্ষে ৩ থেকে ২৩ মার্চ পর্যন্ত একুশ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। শুক্রবার (৩ মার্চ) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বক্তব্য রাখবেন অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকার কর্মী খুশি কবির সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ৫ মার্চ রবিবার বিকাল সাড়ে চারটায় ঢাকায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা লবিতে ত্বকীকে নিয়ে “চিত্রপটে ত্বকী” শিরোনামে দেশের বিশিষ্ট শিল্পীদের আঁকা চিত্রকর্মের সাতদিন ব্যাপী প্রদর্শনীর উদ্বোধন। উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। উপস্থিত থাকবেন শিল্পী আবদুস শাকুর ও বীরেন সোম সহ বিশিষ্ট শিল্পীবৃন্দ।

৬ মার্চ সোমবার সকাল সাড়ে আটটায় নারায়ণগঞ্জের বন্দর, সিরাজ শাহর আস্তানা কবরস্থানে ত্বকীর কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল, বিকাল তিনটায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে (আর্ট কলেজ) চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু সমাবেশ, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে অতিথি থাকবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি লেখক গবেষক মফিদুল হক। ঐ দিন দেশের বিভিন্ন জেলায় একযোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।

৮ মার্চ বুধবার বিকাল পাঁচটায় শীতলক্ষ্যা নদীর পাঁচ নং ঘাটে (যেখানে ত্বকীর লাশ পাওয়া যায়, তারই কাছে) নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে “আলোর-ভাসান”। এতে অতিথি থাকবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ। ১১ মার্চ শনিবার বিকাল তিনটায় ঢাকায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে “অষ্টম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযেগিতা ২০২২” এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অতিথি থাকবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ সৈয়দ আনোয়া হোসেন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

১৭ মার্চ শুক্রবার বিকাল চারটায় ত্বকীকে নিয়ে “চিত্রপটে ত্বকী” শিরোনামে আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের গ্যালারীতে দেশের বিশিষ্ট শিল্পীদের আঁকা চিত্রকর্মের সাতদিন ব্যাপী প্রদর্শনীর উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, শিল্পী আবদুল মান্নান ও শিশির ভট্টাচার্য সহ দেশের বিশিষ্ট শিল্পীবৃন্দ। প্রদর্শনী চলবে ২৩ মার্চ পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort