রুদ্রবার্তা২৪.নেট: মহামারি করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশে চলছে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রম। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ তিনশ শষ্যা হাসপাতালে নিয়োমিত ভাবে টিকা দেওয়ার দ্বিতীয় ডোজ চলছে। তাতেই হুমড়ি খেয়ে পড়েছে এই টিকার ২য় ডোজ নিতে আসা অপেক্ষামাণ বিপুল সংখ্যক মানুষ।
রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ তিনশ শষ্যা হাসপাতালে গিয়ে এমন চিত্র লক্ষ্য করা গেছে। টিকা নিতে আসা মানুষের চাপ বেড়ে যাওয়া অনেকটাই হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কতৃপক্ষ ও রেড ক্রিসেন্ট কর্মীদের। মেইন ফটক থেকে শুরু করে পথচারিদের চলাচলের রাস্তায় মানুষ দীর্ঘ লাইনে দাড়িয়ে আছে।
এদিকে হাসপাতালের নীচ তলায় টিকা দিতে আসা মানুষের ভীড়ে যেন পা রাখাই দায়। ঠাসা ঠাসি করে একে অপরের সাথে ঘা ঘেঁষে দীর্ঘ লাইনে দাড়িয়ে আছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অনেকেই বিরক্তবোধ প্রকাশ করছেন।
সকাল নয়টায় টিকা দিতে লাইনে দাড়িয়েছেন মোমিন মিয়া। দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকে বেলা সাড়ে এগারটায়ও টিকা দিতে পেরেনি। শুধু মোমিন মিয়া নয় দীর্ঘ লাইনে দাড়িয়ে আছে আশি বছরের বৃদ্ধারাও।
টিকা নিতে আসা রোকেয়া বেগম জানায়,সকাল আটটায় টিকা নেওয়ার জন্য লাইনে দাড়িয়েছি। এখন বারটা বেজে গেছে তারপরও টিকা দিতে পারি নাই। এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন এখানে কিচু রেডক্রিসেন্ট কর্মী রয়েছে তাদের ব্যবহার ও ভাল না তারা একটু কিছুই হলে খারাপ আচরন করে। তাদের আচরনের কারনে অনেকেই টিকা না দিয়েই চলে গেছে।
এবিষয়ে সিভিলসার্জন ডা: ইমতিয়াজ বলেন, টিকা নিয়ে চিন্তার কোন কিছুই নাই। যেহেতু প্রতিটি নাগরিকের বেলায় টিকা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তাই আশা করা যায় টিকার কোন সংকট হবে না।