রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ হেফাজতে ইসলামের আমীর মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, তালেবানরা নিরাশ্রয়। তাদের কাছে তেমন কোনো অস্ত্র আছে বলে আমরা পত্রিকাতে পাই না। কিন্তু আল্লাহ তাদের শক্তির থেকে বেশি শক্তিধর লোকদের সাথে মোকাবেলা করিয়ে তাদেরকে টিকিয়ে রেখেছেন এবং তারা বিজয়ীও হয়েছে। সব অমুসলিম যারা ক্ষমতায় বসে আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারাও মুসলিম হয়ে আল্লাহর নবীকে বিশ্বাস করে তার পথে যারা অনুশ্রিত হচ্ছে তাদেরকে সহযোগীতা করুন। আর যদি তা না করে শুধু মুসলামানদের উৎখাত করা ষড়যন্ত্রে লেগে যান তাহলে ঐ আসমানওয়ালা কিন্তু বসে থাকবেন না। তালেবানদের বিষয়ে আমরা মিডিয়ার মাধ্যমে যে খবরগুলো দেখছি তাতে তারা কোনো মানুষের উপর জুলুম করার মত ঘটনা আমরা দেখছি না। মিডিয়া কারও দুশমন নয়। একজন হিন্দু লোক মিডিয়াতে তালেবানদের ব্যবহার সম্পর্কে যা বললো তাতে জুলুমের শব্দ বলা যায় না।
শুক্রবার (২৭ আগস্ট) নগরীর ডিআইটি মসজিদে জুম্মার বয়ানে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশের কিছু মুসলমানদের দাবিদার তারা আফগানদের মুসলমান বলতেও রাজি না। ইসলামে জুলুম নেই, ফিৎনা এবং সন্ত্রাসবাদ নেই। তালেবানরা ক্ষমতায় বসে তা প্রমাণ করছে।তারা কোরআনের কথা বলছে। কোরআনের কথা মুসলমানরা বলবে না তো কে বলবে? নারীদের ঘরে আবদ্ধ করে রাখা তাদের উদ্দেশ্য নয় , তারা শুধু মুসলমান নারীদের হিজাব পড়তে বলছে এতটুকুই। জঙ্গীবাদ ইসলাম পচ্ছন্দ করে না। তাদের নামে মিডিয়ার উল্টাপাল্টা লোকেরা ছাপিয়ে দিতে পারে। সে হিসেবে অনেকে আশঙ্কা করেতেছ তালেবানরা জঙ্গীবাদ করে কিনা। যখন হবে তখন সবাই দেখবে। এখন কেনো আমি আগে থেকে মন্তব্য করবো! দীর্ঘ ২০ বছর আমেরিকার নির্যাতনের পর আজকে তাদের এই অবস্থান। আমি মনে করি সারা বিশ্বের কাছে তালেবানরা ক্ষমতায় বসার স্বীকৃতির দাবি রাখে।