রুদ্রবার্তা২৪.নেট: নারায়নগঞ্জ সদর উপজেলাধীন চর সৈয়দপুর এলাকায় অবস্থিত প্রিমিয়াম সিমেন্ট ফ্যাক্টরির ওয়েস্টেজ মাল নামানো ও ব্যবসায়ীক আধিপত্যকে কেন্দ্র করে ১লা জুলাই গোগনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন বাহিনীর মধ্যে ইয়াসিন গ্রুপের সাথে ব্যবসায়ী দ্বন্দ হয়। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে নূর হোসেনের বাহিনী ইয়াসিনের উপর হামলা করে, এতে ইয়াসিন আহত হয়। নূর হোসেনের সন্ত্রাসী বাহিনীরা ৭নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ডে গিয়ে ইয়াসিনের উপর হামলা চালায়। হামলার বিষয়ে কাশেম সম্রাট, ফয়সাল, অরণ্য, বিজয় এরা কিছুই জানে না। নূর হোসেন বনাম ইয়াসিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এলাকাবাসী সাংবাদিককে জানান, নূর হোসেন মেম্বারের বাহিনী ইয়াসিনের উপর হামলা করেছে। ঘটনার সময় কাশেম, ফয়সাল, এলাকায় ছিলেন না বলে জানিয়েছেন এলাকাবাসী। তারপরেও কাশেম ফয়সালদেরকে জড়িয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে ইয়াসিনের ভাই আল-আমীন। উল্লেখ্য, গত ৩০শে জুন গোগনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৭০ হাজার টাকা চাঁদা চেয়েছেন এবং প্রিমিয়াম সিমেন্ট এর ফ্যাক্টরির ওয়েস্টেজ মালের ৬০% টাকা দাবী করেছিলেন। তা নিয়ে কাশেম সম্রাট নূর হোসেনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন এবং গত ৩০শে জুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি অভিযোগ করেছেন।