গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে কুপিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বন্দর উপজেলা প্রেসক্লাব’র সভাপতি জি.কে. রাসেল ও সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম।
হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা। তারা বলেন এভাবে প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তার ফুটপাতে চাঁদাবাজির ঘটনা ফেসবুকে লাইভ করাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সাংবাদিক আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজের সংবাদকর্মী ছিলেন।