
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সালাতুল হাজত নামাজ, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) পাড়াগাঁও ঈদগাহ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, গোলাম ফারুক খোকন, নুরুন্নবী, উপজেলা বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, শফিকুল ইসলাম, কামাল হোসেন, আরিফুজ্জামান ইমন, আজিম সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, হাফিজুর রহমান, ছাত্রদল নেতা নাহিদ হাসান ভুঁইয়া, সুলতান মাহমুদ, মাসুম বিল্লাহ, ইসমাইল মামুন সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, আল্লাহ যাকে রাখেন তাকে সম্মানের সাথেই রাখেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ প্রচুর সম্মান দিয়েছেন। শেখ হাসিনা বলেছিলেন— বেগম খালেদা জিয়া আর এ দেশে প্রয়োজন নেই। অথচ আজ সে নিজেই দেশ ছেড়ে তার নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন— এ দেশে জন্ম আমার, এ দেশেই মৃত্যু হবে। তিনি দেশ ছেড়ে যাননি। শেখ হাসিনার পতন আল্লাহ দেখিয়ে দিয়েছেন।
মিলাদ ও দোয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনায় সালাতুল হাজত নামাজ এবং বিশেষ মোনাজাত করা হয়।