‘আমরা গত বছরের নভেম্বর থেকে এই প্রজেক্টটা শুরু করেছি। মেয়র মহোদয় আমাদের এই ওয়াডে এই প্রজেক্টটা দিয়েছেন। যে পলিথিন প্লাস্টিক রাস্তায় পড়ে থাকে, যেগুলো কেউ নেয় না, সেগুলো আমরা কালেক্ট করেছি। আর এই কাজের ফিন্যান্সটা করে ইউনিলিভার কোম্পানী। সেই ক্ষেত্রে আমাদের পরিছন্নকর্মীরা একটা পেমেন্ট পায়। তারা বিভিন্ন বাসা বাড়ি ও ড্রেন থেকে প্লাস্টিক কালেক্ট করে।’
মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে, ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশ রবার্ট চেটারেশন ডিকশন প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার পরিদর্শনকালে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু এসব কথা বলেন
তিনি আরও বলেন, আজ এই কাজ গুলো পরিদর্শন করতে এসেছেন ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশ। সাত মাসের মধ্যে ৭ টনের বেশী পলিথিন কালেক্ট হয়েছে, এটাতে ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশ রবার্ট চেটারেশন ডিকশন খুব অবাক হয়েছেন এবং খুশি হয়েছেন। এই কাজে আরও মূল্য ও লোকবল বাড়ানো জন্য ইউনিলিভারকে বলেছেন। পরিবেশ দূষন মুক্ত রাখতে হলে এটার কোন বিকল্প নাই। আমি ইউনিলিভারকে ধন্যবাদ জানাই। তাদের এই উদ্যেগের কারণে আমাদের ওয়ার্ড যথেষ্ট পরিস্কার। আমাদের এলাকা গুলো ক্লিন ও গ্রীন ওয়ার্ড করার জন্য সকলের সহযোগীতা চাই। পরিবেশ বাচাঁতে হবে, কারণ আমাদের পরবর্তী প্রজন্ম খুব ভয়াবহ অবস্থায় আছে। আমরা যদি এগুলো ঠিক না করি তাহলে খুব খারাপ অবস্থা হবে। প্রত্যেকে সচেতন হতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন জাভেদ আখতার, হেড অফ কর্পোরেশন শামীমা আখতার, ইউএনডিবির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্ট ভ্যান এন গুয়েন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিইও শহিদুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম প্রমুখ।