রুদ্রবার্তা২৪.নেট: কুতুবপুরের জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি এবং ময়লা ডাম্পিংয়ের ব্যবস্থার দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটি।
সোমবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটির সদস্য সচিব এস এম কাদিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করে।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্রায় ০৫ লক্ষ জনসংখ্যা ও প্রায় ১ লাখ ৯০ হাজার ভোটার সম্বলিত এলাকা। এই এলাকার জন সাধারণের প্রতিদিন ব্যবহিৃত পানি, বিভিন্ন কল-কারখানা ব্রজ পানি, বৃষ্টি পানি উন্নত ড্রেন না থাকায় কুতুবপুর ইউনিয়নে সামান্য বৃষ্টি হলেই কৃত্রিম বন্যার সৃষ্টি হয় এবং অত্র ইউনিয়নে ময়লা আর্বজনা ডাম্পিং করার কোন নির্দিষ্ট জায়গা না থাকায় যত্রতত্র ময়লা আর্বজনা ফেলানো হচ্ছে। এতে র্দূগন্ধ সৃষ্টি হচ্ছে এতে করে পরিবেশ ও বায়ুদূষন হচ্ছে। অত্র এলাকায় বসবাসরত শিশু সহ সকল শ্রেনীর মানুষের নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। পানি ও ময়লার দুর্গন্ধ কুতুবপুরের মানুষের জীবনযাত্রা দূবৃসহ হয়ে উঠেছে এবং পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। তাই অতি বিলম্বে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা বরাদ্দ দিয়ে জনগনকে এই দূর্ভোগ থেকে রক্ষা করার জন্য জেলা প্রশাসকের নিকট আহবায়ন জানাচ্ছি।