রুদ্রবার্তা২৪.নেট: কবি আমজাদ হোসেন আর নেই। রোববার (১ আগস্ট) বিকেল ছয়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের পরিবার সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছিলেন কবি আমজাদ হোসেন। গত কয়েকদিন যাবৎ গুরুতর অসুস্থ অবস্থায় আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়েছে।
আমজাদ হোসেন নারায়ণগঞ্জ শহরের প্রেসিডেন্ট রোডের বাসিন্দা। ষাটের দশকে তাঁর লেখা কবিতা ও ছড়া জাতীয় দৈনিক ও সাহিত্য পত্রিকায় নিয়মিত ছাপা হতো। তাঁর দুই ছেলের মধ্যে আফজাল হোসেন পন্টি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন ও জাতীয় দৈনিক আজকের পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এবং ফয়সল পরাগ ডেইলি স্টার পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি, বর্তমানে ব্যবসা করছেন।
কবি আমজাদ হোসেনের মৃত্যুতে শোক ও তাঁর স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন। শোকবার্তা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সাবেক প্যানেল মেয়র ও নাসিক ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, বিদ্যানিকেতন হাই স্কুল, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, নারায়ণগঞ্জ সাহিত্য ফোরাম।