রুদ্রবার্তা২৪.নেট: আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, ফতুল্লা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, সিদ্ধিরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর প্রমুখ।
সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা জানান, এবারে নারায়ণগঞ্জে ২১৫টি পূজা মন্ডপে দুর্গা পূজা আয়োজিত হবে। এজন্যে জেলা প্রশাসন, জেলা পুলিশসহ সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে মোস্তাই বিল্লাহ বলেন, সবার সাথে সমন্বয় করে এবারে পূজা সুন্দরভাবে আয়োজন করতে চাই। আপনাদের প্রতিমা বিসর্জন দুপুর ২টা থেকে শুরু করে সন্ধা ৬টার মধ্যে শেষ করবেন। আমরা দীর্ঘদিন যাবত পূজা অর্চনা করছি। আমরা জানি আমাদের করণীয় কি কি। বির্তক তৈরি হয় এমন কাজ থেকে সবাই বিরত থাকবেন এবং সতর্ক থাকবেন। সাউন্ড সিস্টেমগুলো ব্যবহারে সবাই মার্জিত থাকবেন। পূজা মন্ডপগুলোতে ফায়ার ফাইটিং সরঞ্জাম রাখার চেষ্টা করবেন। এই উৎসব আমাদের সবার। আমরা শতভাগ আপনাদের সাথে থাকতে চাই। রাত হোক কিংবা দিন হোক আপনাদের সব রকম সমস্যা সমাধানে আমরা আপনাদের পাশে আছি। সর্বাত্মক আপনাদের মন্ডপে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে।