ইউক্রেনীয় সেনাবাহিনীর আজভ রেজিমেন্টের জাপোরিঝিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে রুশ বাহিনী।
রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, রুশ মন্ত্রণালয় হামলার বিষয় বিস্তারিত জানায়নি। ইউক্রেনে তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযান’-এর দৈনন্দিন হালনাগাদ তথ্যে শুধু হামলার কথা উল্লেখ করা হয়েছে।
আজভ রেজিমেন্ট ডানপন্থী ও উগ্রজাতীয়তাবাদী চরিত্রের সশস্ত্র সংগঠন। এখন এটি ইউক্রেনের ন্যাশনাল গার্ডের একটি ইউনিট। গত বছর মারিউপোলে রাশিয়ার অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আন্তর্জাতিক পরিচিতি পায়।
রোববারের বুলেটিনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্বাঞ্চলীয় বাখমুতে লড়াইয়ের কথা তুলে ধরেনি। শহরটি দখলের চেষ্টা করছে রুশবাহিনী। ইয়েভজেনি প্রিগোজিনের প্রতিষ্ঠিত রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ শুক্রবার দাবি করেছিল শহরটি তারা কার্যত ঘিরে ফেলেছে। তবে ইউক্রেন প্রতিরোধ চালিয়ে যাচ্ছে বলে দাবি করে আসছে।