ফতুল্লা মডেল থানা আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ফতুল্লা থানায় সভা কক্ষে ওই ওপেন হাউজ ডে পালন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ তারিকুল ইনলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) কাজী মাসুম, উপ-পরিদর্শক (এসআই) মো. হারেস, সাংবাদিক রণজিৎ মোদক, কমিউনিটি পুলিশের সভাপতি মোস্তফা কামাল, সদস্য আল আমিন প্রধান, কমিউনিটি পুলিশিং ফতুল্লা থানার সদস্য মেম্বার রাশেদুল ইসলাম, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিমের, সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুমসহ বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষ।
এদিকে, ‘ওপেন হাউজ ডে’অনুষ্ঠানে সাংবাদিক, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও কমিউনিটি পুলিশিং এর সদস্যরা তাদের নিজ নিজ এলাকার সমস্যার কথা তুলে ধরেণ। এ সময় কিশোর গ্যাং, মাদক, রমজানের পবিত্রতা রক্ষা, রাস্তা বন্ধ রেখে যানজট সৃষ্টি, বখাটেদের আতঙ্ক, ঈদুল ফিতরে ছিনতাইয়ের প্রকোপসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় স্থানীয়রা বলেন, আমরা ফতুল্লা বাসী সব থেকে বেশী আতঙ্কে থাকি কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে। কিশোররা বিভিন্ন স্থানে আড্ডায় মগ্ন থাকে, সেখান থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ তৈরী হয়। এতে করে এলাকাবাসীর মধ্যে ভয় কাজ করে। আরেকটি বড় সমস্যা হলো, বিসিকসহ বিভিন্ন গার্মেন্ট ও রাস্তার মোড়ে মোড়ে ছিনতাইকারীর অরাজকতা। শ্রমিকরাও জানে তাদের বেতন কবে দিবে, অথচ ছিনতাইকারীরা খবর পেয়ে যাবে। মাদকের পুলিশের কোন তৎপরা নেই বলে অভিযোগ করে তারা।
জবাবে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম বলেন, আমরা পুলিশ কখনো বসে থাকতে পারিনা। আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য, জণগণের জন্য কাজ করতে। কিশোর গ্যাং এর সমস্য হলো ফতুল্লার একটি অন্যতম সমস্যা। আমি এর আগে মিশনে ছিলাম, বাংলাদেশে এসে আমি নারায়নগঞ্জবাসীর সেবা করার সুযোগ পেয়েছি। আমি যখন উত্তরায় কাজ করতাম, বিভিন্ন সময় এই কিশোর গ্যাং নিয়ে কাজ করেছি। আমরা কিশোর গ্যাং আটক করে মুচলেকা দিয়ে ছেড়ে দেই। কিন্তু এই সন্তানদের এসব বিষয়ে খেয়াল রাখা বা এগুলো নিয়ন্ত্রণ করবে মা-বাবা।
তিনি বলেন, আমরা ছিনতাই নিয়ে যথেষ্ট সজাগ আছি। ছিনতাইয়ের বিরুদ্ধে পুলিশ ও ডিবি কাজ করে যাচ্ছে। আমাদের টিম সকাল-বিকাল কাজ করছে, করবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন পুলিশ যানজট নিয়ে খুব সতর্ক। কোন ভাবেই যাতে মানুষ ভোগান্তিতে না পরে সেই দিকে খেয়াল রেখে কাজ করছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে এবং আগামীতেও কাজ করবে। বর্তমানে ট্রাফিক নিয়ন্ত্রণে আছে।
তিনি আরও বলেন, আমরা আপনাদের কাছে আবারও অনুরোধ করবো, যেখানেই আপনারা মাদকের সন্ধান পাবেন আমাদের কাছে সাথে সাথে যোগাযোগ করুন। আপনারা তথ্য দিলে আমরা সাথে সাথে আ্যকশন নিবো। মাদকের তথ্য দিলে কাজ করবো, কিশোর গ্যাং নিয়ে কাজ করবো। আপনারা জেনে অবগত হবেন আমরা হকার মুক্ত ফুটপাত করতে কাজ করবো, আপনাদের সন্তুষ্টিমুলক কাজ করবো ইনশাআল্লাহ।
এ সময় ফতুল্ল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ তরিকুল ইসলাম মানুষের সমস্যার কথা সরাসরি তাদের কাছে বলার অনুরোধ জানায়। এবং ব্যাক্তিগত নাম্বার দিয়ে দেন। যাতে করে কোন সরাসরি মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়।