জাতীয় ভোটার দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে, সার্কিট হাউজ থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসনের কার্যালয় পর্যন্ত আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শুরু হয়।
এসময় জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) আমির খসরু, জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ মতিউর রহমান, জেলা কালচারাল কর্মকর্তা রুনা লায়লা, এনসিসি ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলা প্রশাসক বলেন, আজ এনআইডি (জাতীয় পরিচয় পত্র) কার্ড আমরা সকলের হাতে হাতে দিয়েছি। আজ এনআইডি কার্ডের মাধ্যমে তোমাকে ট্রেনের টিকিট কাটতে হবে। এই এনআইডির মাধ্যমে তোমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আগামীতে এই এনআইড কার্ডের মাধ্যমে স্কুলে ভর্তি, জমির রেজিস্ট্রেশন থেকে শুরু করে সব কিছু করতে হবে। এতে করে বাংলাদেশে দুর্নীতি কমে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। ২০০৮ সালে প্রধানমন্ত্রী আরেকটি ঘোষণা দিয়েছিলেন যে, ২০২১ সালের মধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো। এর মানে এখন আমাদের সব কিছুই অনলাইনের মাধ্যমে হবে।
তিনি আরও বলেন, এইযে সব অনলাইন হয়ে গেছে এটা হয়েছে বাংলাদেশ ডিজিটাল হওয়ার কারণে। এনআইডি কার্ডের ভিত্তিতে আমরা সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছি। এখন দুষ্টুদের পালানোর জায়গা নাই। একজনের ভোট আরেকজন দিতে পারবে না। বাংলাদেশের ইতিহাস অনেক গৌরবের ইতিহাস, অহংকারের ইতিহাস।