
আমলাপাড়া নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহকারি প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন ও অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের নিকট ১১ নভেম্বর মঙ্গলবার বিশুদ্ধ পানির সংকটে থাকা বিদ্যালয়কেন্দ্রিক সুপেয় পানির ইউনিট স্থাপন করেছেন বিশিষ্ট শিল্পপতি প্রাইম গ্রুপের চেয়ারম্যান সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল।
আমলাপাড়া নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে উন্নত মানের পানি বিশুদ্ধ রিভার্স অসমোসিস ইউনিট ফিল্টার ও পানি সংরক্ষণের ব্যবস্থাসম্পন্ন এই ইউনিট থেকে শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষকরাও উপকৃত হবেন। ফলে বিদ্যালয় পরিণত হয়েছে একটি কমিউনিটি ওয়াটার কেন্দ্র। এটি একদিকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে, অন্যদিকে সামাজিক সম্প্রীতি ও সহযোগিতার বন্ধনও জোরদার করছে।
এসময় আবু জাফর আহমেদ বাবুল বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, আমি সমাজসেবা তার কাছ থেকে শিখেছি। তাই আমার প্রিয় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপকারার্থে আজ আমার বাড়ীর পাশের আমলাপাড়ার নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এটা খুব জরুরি বিধায় স্থাপন করে দিলাম। যাহাতে কারোরই পানি বাহিত রোগ না হয়। সবাই সুস্থ থাকুক এ কামনা করি। জনস্বার্থে ও স্বাস্থ্য সেবার পাশাপাশি সামাজিক অন্যান্য সেবার কাজও আমার অব্যহত থাকবে। পুরো ইউনিটি স্থাপন শেষে এটা উদ্বোধন করে তিনি প্রথমে ছাত্র ছাত্রীদের পান করান ও নিজে এ সুপেয় পানি পান করেন।
উপস্থিত ছিলেন, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকাতুল্লাহ, ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা এহসান বাপ্পা প্রমুখ।