কক্সবাজারের উখিয়ায় গুলিতে আহত এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। কক্সবাজার জেলা বিএনপির প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই দাবি করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, গুলিতে আহত কারও মৃত্যুর বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। গত রোববার দিবাগত রাতে র্যাবের একটি টহল দলের ওপর হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হাসান সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ নভেম্বর (রোববার) রাতে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর বাসায় র্যাব, পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীরা যায়। সেখানে তাকে না পেয়ে ঘর বাড়িতে ভাঙচুর করে এবং এলাকাবাসীর উপর গুলি চালায় তারা। এতে বিএনপির তিন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা জাগির হোসেন (৩৭) মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত জাগির হোসেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামের মোহাম্মদ আলমের ছেলে এবং সাবেক যুবদল নেতা। তিনি বর্তমানে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কক্সবাজার জেলায় বুধবার (৮ নভেম্বর) সকাল-সন্ধ্য হরতাল পালিত হবে।
মারা যাওয়া জাগির হোসেনের ভাইয়ের ছেলে শিহাব উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, গুলিতে কেউ হতাহত হয়েছে কিনা জানি না। তবে রোববার রাতে র্যাবের একটি টহল দলের ওপর উখিয়ার পাইন্যাশিয়া এলাকায় হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় র্যাব বাদী হয়ে ৪২ জনের বিরুদ্ধে উখিয়া থানায় আজ দুপুরে একটি মামলা করেছে। নিহতের বিষয়টি তিনি খোঁজ নিচ্ছেন বলে জানান।
র্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্নেল এএইচ সাজ্জাদ হোসেন জানান, রোববার রাতে পাইন্যাশিয়া এলাকায় র্যাবের টহল দলের ওপর একদল র্দুবৃত্ত হামলা চালায়। এতে র্যাবের কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের এক সদস্য বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেছেন। কিন্তু ওই দিন ঘটনার সময় স্থানীয় কেউ আহত হওয়ার কোনো তথ্য ছিল না। ঘটনার ২ দিন পরে একজনকে মৃত্যু দাবি করার বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।