ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নাম লেখাল বেলজিয়াম। থোরগান হ্যাজার্ডের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোসের শিষ্যরা।
রবিবার (২৭ জুন) রাতে সেভিয়ার লা কার্তুহায় শেষ ষোলোর ম্যাচে বেলজিয়াম ১-০ গোলে হারায় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে। তবে আক্রমণের পসরা সাজিয়েও কাঙ্খিত গোলের দেখা না পেয়ে শিরোপা ধরে রাখার মিশনে মুখ থুবড়ে পড়লেন ক্রিস্টিয়ানো রোনালদোরা।
রক্ষণাত্মক খেলা বেলজিয়াম ৪২তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণেই লিড নেয়। তমা মুনিয়ের পাস থেকে বাঁপাশের ডি-বক্সের বাইরে পেয়ে বুলেট গতির শট নেন থোরগান হ্যাজার্ড। আর তাতেই স্বপ্নভঙ্গ রোনালদোদের।
খেলার ৫৮তম মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ আসে পর্তুগালের। তবে সিআর সেভেনের পাস পেনাল্টি স্পটের খুব কাছে পেয়ে উড়িয়ে মারেন লিভারপুল ফরোয়ার্ড জটা। এর পর আরো দুটি সুযোগ মিস করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ম্যাচে অন্তত ২৩ বার গোলের উদ্দেশ্যে শট নিয়েছে পর্তুগাল। যার মধ্যে লক্ষ্য বরাবর ছিল ৬টি শট। কিন্তু একটিতেও মেলেনি গোল। এতে প্রায় ৩২ বছর পর মুখোমুখি লড়াইয়ে বেলজিয়ামের কাছে হারল পর্তুগাল।