১১ অক্টোবর (শনিবার) নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। ০৩ (তিন) দিন মেয়াদী এই প্রশিক্ষণ কার্যক্রমে ৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। সম্মানিত পুলিশ সুপার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মনোযোগ ও আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে নির্বাচন আচরণবিধি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।” এইপ্রশিক্ষণ কার্যক্রম ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্তচলমান থাকবে। নারায়ণগঞ্জ জেলার আনুমানিক ১৯০০ জন পুলিশ সদস্যসহ পিবিআই, সিআইডি, নৌ পুলিশ, শিল্প পুলিশের সদস্যদের পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) সহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।