রুদ্রবার্তা২৪.নেট: পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘বিএনপি গণঅভ্যুত্থানের ভয় দেখায়। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে। পূর্ব বাংলার সাড়ে সাত কোটি মানুষ তখন তাঁর সঙ্গে ছিল। পরে আবার গণঅভ্যুত্থান হয়েছিল ১৫ ফেব্রæয়ারীর নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে।’
মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে কর্মহীন, দুস্থ ও অসহায় ১৩শ’ পরিবারের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্যে এ সময় তিনি বলেন, ‘আপনার নেত্রী খালেদা জিয়া জেলে, একদিনও বড় একটা মিছিল বের করতে পারেননি। আপনারা গণঅভ্যুত্থানের ভয় দেখান। আওয়ামী লীগকে ইচ্ছা করলেই কেউ ধাক্কা দিয়ে ফেলতে পারবে না। গণঅভ্যুত্থান করতে সাংগঠনিক শক্তি লাগে। মানুষের ভালোবাসা লাগে। জনগণের সম্পৃক্ততা লাগে।’
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশীদ আলম সরকার, সহ-সভাপতি সিরাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।