রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযান ইতিবাচক গতি অর্জন করেছে। তিনি আশা করছেন, রাশিয়া পূর্ব ইউক্রেনের লবণ খনির শহর সোলেদারের নিয়ন্ত্রণের পর তার সেনারা আরও জয় পাবে।
ইউক্রেনে রাশিয়া ২৪ ফেব্রুয়ারি হামলা চালায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটি সবচেয়ে মারাত্মক ইউরোপীয় সংঘাত। যুদ্ধ শুরুর পর রাশিয়া ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করে নেয়। তবে কয়েক মাস পর ইউক্রেনের তীব্র প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় রুশ সেনারা।
রাশিয়া শুক্রবার জানিয়েছে, তাদের বাহিনী সোলেদারের নিয়ন্ত্রণ নিয়েছে।
সোলেদার নেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে পুতিন রাশিয়া ওয়ান টেলিভিশনকে বলেন, ‘গতিশীলতা ইতিবাচক। প্রতিরক্ষা মন্ত্রনালয় এবং জেনারেল স্টাফের পরিকল্পনার কাঠামোর মধ্যে সবকিছুরই উন্নতি হচ্ছে। আমি আশা করি যে আমাদের যোদ্ধারা তাদের যুদ্ধের ফলাফল দিয়ে আমাদের আরও বেশি খুশি করবে।’