বন্দর প্রতিনিধি: আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অত্র উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম আদমপুরে বাইতুল্লা নূর জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে স্থানীয়দের আয়োজনে (২৬ ফেব্রুয়ারি) সোমবার বাদ আসর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মাকসুদ হোসেন উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের দোয়া ও ভোট নিতে এসেছি। আপনাদের ব্যাপক উপস্থিতি আমাকে অনেক আনন্দ দিয়েছে, এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে আহবান জানাবো আমার সমন্ধে জেনে ও খোঁজ খবর নিয়ে সন্তুষ্ট হলে তবেই আমাকে সমর্থন ও ভোট দিবেন। মুছাপুরে ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর সেবায় কাজ করে যাচ্ছি এবং সুখে দুঃখে সকলের পাশে আছি। সেবার পরিধি সমগ্র বন্দরে ছড়িয়ে দিতে অত্র নির্বাচনে প্রার্থী হচ্ছি। নির্বাচিত হলে সরকারি ও ব্যক্তিগত অর্থায়নে বন্দরবাসীর উন্নয়নে কাজ করবো। উপজেলা পরিষদের মাধ্যমে বন্দরের কোথাও কোন উন্নয়ন হয়নি। উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে আমার ইউনিয়নে কোন উন্নয়নমূলক কাজ পাইনি। ইনশাআল্লাহ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সমগ্র বন্দরে ঘুরে ঘুরে সকল সমস্যার সমাধান করবো এবং ব্যাপকভাবে উন্নয়নমূলক কাজ করবো। সকলে আমার পাশে থাকুন ও আমাকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করুন’। এসময় পঞ্চায়েত কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আঃ রবের সভাপতিত্বে সমাজসেবক ফয়েজ আহম্মেদ, আল আমিন, মোবারক হোসেন, ইকবাল হোসেন, মকবুল মিয়া, খোকন মিয়া, মিরাজ, কাইয়ুম মিয়া, জুম্মান, শহীদ, সাদ্দাম, নাসির, আলী, আব্দুল্লাহ, আব্দুল মতিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। উক্ত উঠান বৈঠকে স্থানীয় ওলামায়ে কেরামগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও স্থানীয় অসংখ্য নারী পুরুষরা উপস্থিত ছিলেন।