রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২২ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী সুলতান আহমেদ ভূঁইয়ার মনোনয়নপত্র আপিলে বৈধ হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) আপিলের দায়িত্বে থাকা বিভাগীয় কমিশনার (ঢাকা) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এর আগে গত ২০ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাইয়ের সময় সুলতান আহমেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার। ওই সময় নির্বাচন অফিস জানায়, আয়কর রিটার্ন ও ঋণখেলাপীর কারণে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন সুলতান আহমেদ। আপিলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়।
উল্লেখ্য, সুলতান আহমেদ ভূঁইয়া নাসিকের ২২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর পদেও রয়েছেন। তিনি পুনরায় নির্বাচনে অংশ নিতে প্রার্থী হয়েছেন।