স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা মঙ্গলবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
সোমবার ( ২৭ ডিসেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। সংবাদ সম্মেলন শেষে নারায়ণগঞ্জ সদর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে নিজ নিজ নৌকা বাইচের জার্সির উন্মোচন করেন।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ মঙ্গলবার দুপুর দুইটায় ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা সবধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছি। ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা সরাসরি উপভোগ করার জন্য আমি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান করছি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ সদর উপজেলার সাতটি ইউনিয়নের সাতটি ও নারায়ণগঞ্জ জেলা থেকে একটি দল নিয়ে মোট ৮টি দল নিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা হবে। ফতুল্লা ধর্মগঞ্জ এল. টি. টি জোন ডকইয়ার্ড হতে ডিক্রিরচর গুদারাঘাট পর্যন্ত তিন হাজার মিটার দূরত্ব প্রতিটি ছিপ নৌকায় ৬০/৭০ জন মাঝি মাল্লা থাকবে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, বিশেষ অতিথি জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। এছাড়াও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ, রানার্স আপ পাবে ২ লাখ ও তৃতীয় স্থান অধিকার দল পাবে এক লাখ টাকা। এছাড়াও অংশগ্রহণকারী দলগুলোর জন্য থাকছে সৌজন্য স্মারক।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফাতেমা তুল জান্নাত, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি ( ফতুল্লা সার্কেল ) আবু বক্কর সরকার, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল, সহকারী কমিশনার ভূমি (নারায়ণগঞ্জ সদর সার্কেল) রোবাইয়া খানন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজর আলী, এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু প্রমুখ।