শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

অক্টোবরে লক্ষাধিক লোকের সমাবেশের ডাক শামীম ওসমানের

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ৬.২৬ এএম
  • ৪৯৬ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে কর্মীসভার আয়োজন করার জন্য অনুসারী নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সোমবার (৬ সেপ্টেম্বর) শহরের চাষাঢ়ায় রাইফেল্স ক্লাবে নেতা-কর্মীদের ডেকে এক সভায় তিনি এই নির্দেশনা দেন।
ওই সভায় দেওয়া বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ জানান, আগামী ১০ সেপ্টেম্বর থেকে এই কর্মীসভা শুরু হবে। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। দৈনিক তিনটি ওয়ার্ডে এই কর্মীসভা চলবে। কর্মীসভার খোঁজখবর তিনি নিজে রাখবেন বলে জানিয়েছেন।
একই সাথে আগামী অক্টোবরে বিশাল জনসভার ডাক দিয়েছেন শামীম ওসমান। তবে তারিখ নির্ধারণ করে কিছু বলেননি। তিনি বলেন, ‘সিটি কর্পোরেশনের নির্বাচন তো ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসের আগেই কত খেলা হয় দেখেন। পুরোনো শকুন আকাশে উড়তেছে। আগে শকুন মারি, তারপর নির্বাচনের কথা দেখা যাবে। সবকিছু ভালো রাখলে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে অক্টোবরে।’
উল্লেখ্য, এর আগেও একাধিকবার সমাবেশের ঘোষণা দিয়ে পিছিয়ে যান তিনি।
ওয়ার্ড পর্যায়ে কর্মীসভা আয়োজনের বিষয়ে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। সেই যৌবন যাদের আছে তাদের আহŸান জানাই। আপনাকে ছাত্রলীগ, যুবলীগ করার দরকার নাই। আগামী ১০ তারিখ থেকে প্রোগ্রাম শুরু। সবাই কাজ শুরু করেন। যার যার এলাকা থেকে কাজ শুরু করেন। সবাই মিলে কাজ শুরু করেন। ভাড়া করা লোক আনবেন না। কর্মীদের সাথে কথা বলেন, পরামর্শ নেন। অভ্যন্তরীণ কোন্দল করবেন না। কে বড়, কে ছোট দেখবেন না। আমরা একটা পরিবার। যতক্ষণ নিশ্বাস আছে দলের জন্য, শেখ হাসিনার জন্য, দেশের মানুষের জন্য যেন কাজ করতে পারি। দোয়া করবেন।’
এসব জনসভা কিংবা কর্মীসভার আয়োজন আসন্ন সিটি নির্বাচনকে কেন্দ্র করে নয় বলেও দাবি করেছেন শামীম ওসমান। তিনি বলেন, ‘আজকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ থেকে একজন করে আসতে বলেছি। নির্বাচনকে কেন্দ্র করে কাউকে আসতে বলিনি। নির্বাচন নিয়ে আমার মাথা ব্যথা নেই। করোনার কারণে অনেকদিন আমরা একত্র হতে পারিনি। করোনার কারণে ষড়যন্ত্রকারী, দুর্নীতিবাজরা কিন্তু চুপ থাকেনি। তারা তাদের কাজ করে গেছে।’
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রস্তুত হও নারায়ণগঞ্জ। ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। গভীর ষড়যন্ত্র। বিষাক্ত সাপ যেকোনো সময় ছোবল মারার চেষ্টা করবে। নারায়ণগঞ্জে কোথায় কে সেইটা বাদ দেন। আমাদের কাজ দল গোছানো, দল গোছাবো। আমরা এইখানে মালাই খাইতে আসি নাই। কঠোর পরিবেশে, যেকোনো পরিস্থিতিতে এক টেলিফোনো যেন ঢাকার অভিমুখে যেতে পারি সেই প্রস্তুতি রাখতে হবে।’
শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টা ওয়ার্ডে আগামী ৯ দিন কর্মীসভা হবে। তিনটা ওয়ার্ডে কর্মীসভা হবে একদিনে। জনসভা না কর্মীসভা। ফতুল্লার কাজ ফতুল্লা করবে। আমি সবগুলো ওয়ার্ডে যাবো। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতার কার পায়ের তলে কতটুকু মাটি আছে তা আমি নিজ চোখে দেখতে চাই। যার পায়ের তলে মাটি নাই, সে নেতাগিরি ছাড়েন। আমি কর্মী, আমি কর্মীরে চিনি।’
কর্মীসভায় মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দন শীলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, সহসভাপতি অ্যাড. ওয়াজেদ আলী খোকন, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মতিউর রহমান মতি, আব্দুল করিম বাবু, সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, আরিফুল হক হাসান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort