রুদ্রাবর্তা২৪.নেট: সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করে পানির নলক‚প স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী। এছাড়া বিবাদী পক্ষকে রাস্তা বন্ধে বাধা দেওয়ায় প্রাণ নাশের হুমকি প্রদান করা হয় বলে ভুক্তভোগী জানায়।
অভিযুক্তরা হলো- জালকুড়ি দক্ষিণপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর দুই ছেলে মোঃ মানিক ওরফে ইয়াবা মানিক (৪০) এবং মো. রিপন হোসেন (৪৫)। এছাড়া অজ্ঞাত আরো ৪/৫ জনকে অভিযুক্ত করা হয়।
অভিযোগে মোঃ জামান বক্স উল্লেখ করেন, বিবাদীরা আমার প্রতিবেশী হয় এবং খুবই খারাপ প্রকৃতির লোক। তারা কোন বিচার শালিস মানে না। তাদের পূর্ব থেকে আমাদের জমিজমা সংক্রান্ত বিষয়াদী নিয়ে বিরোধ চলছে। উক্ত জমিতে আমরা উভয় পক্ষই বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছি।
উল্লেখিত বিবাদীরা গত ২৪ আগস্ট সকাল ১০টায় আমাদের দুই পক্ষের বাড়ির চলাচলের রাস্তায় গভীর নলক‚প বসাতে গেলে আমি জিজ্ঞেস করলে তারা আমাকে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে এবং জোরপূর্বক উক্ত জমি বেদখল করে রাস্তায় নলক‚প স্থাপন করবে বলে জানায়।
আমি তাদের উক্ত চলাচলের রাস্তায় নলকুপ স্থাপন করে রাস্তায় চলাচলে বিঘœ না করতে বললে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর মারধর করার জন্য উদ্যৎ হয়। আমি পূণরায় নিষেধ করলে অভিযুক্তরা মিলে বড় ধরণের ক্ষতি করার ভয়ভীতি প্রদান করে।
আমরা স্থায়ীভাবে আপোশ করতে গেলে তারা রাজি হয়নি। এছাড়া এ বিষয়ে আইনের আশ্রয় হলে আমাদের প্রাণ নাশের হুমকি দেয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু হানিফ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।