মোঃ শামছুল আলম তুহিন: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। শুক্রবার দুপুরে বিষনাদী বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আলী হোসেন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোবারক হোসেন স্মৃতি সংসদ এর চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মোবারক হোসেন এর পুত্র এরফান হোসেন দীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু, বারদী ইউনিয়ন আওয়ামীলীগের প্রস্তুতি কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা আরমান মাহমুদ, শাহজালাল, আলী হোসেন, মোগড়াপাড়া ইউপি’র সাবেক সদস্য মোঃ আনোয়ার হোসেন, নোয়াগাঁও ইউপি’র প্যানেল চেয়ারম্যান রিয়াদ ফকির, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ সেলিম, নোয়াগাঁও ইউনিয়ন এর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, শাহ পরান, যুবলীগ নেতা মোঃ সেলিমসহ অন্যান গণ্যমান ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এরফান হোসেন দীপ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ১৫ আগষ্ট ১৯৭৫ সালের কাল রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে বিপদগামী সেনা সদস্যরা। এ মাসটি বাঙ্গালি জাতির জন্য শোকের মাস। এরপর দীর্ঘ ২১ বছরের কলঙ্ক মুছে ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বিচার কাজ সম্পন্ন করেন প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা। কারন তিনিই আমাদের আদর্শ, তিনি আমাদের অনুপ্রেরনা। তাই সেই মানুষটির আদর্শকে বুকে নিয়ে এগিয়ে যাব আমরা সবাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলব।