শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পরিস্কার, মশক নিধন ও ডেঙ্গু কিট প্রদান করেন- আবু জাফর আহমেদ বাবুল মদনপুরে তারেক রহমানের লিফলেট বিতরণ করলেন- আবু জাফর আহমেদ নারায়ণগঞ্জ ও বন্দরে কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন- আবু জাফর আহমেদ বাবুল কুমিল্লার দাউদকান্দির মোস্তাক মাস্টারের সম্পত্তি নিয়ে আদালতে মামলা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে দোয়া ও বিদ্যুৎ এর জন্মোৎসব উদযাপন ইমামরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না : দিপু ভুঁইয়া এনসিপি ও জামায়াতকে কী বললেন প্রধান উপদেষ্টা আজকের দৈনিক রুদ্রবার্তা পড়ুন নারায়ণগঞ্জ বন্দর ২৬ নং ওয়ার্ডে বিএনপির কর্মী সভা ও লিফলেট বিতরণ মুড়াপাড়া ইউনিয়নে যুবদলের প্রস্তুতি সভা দুই ও তিন নং ওয়ার্ডের

বন্দরে আচরণবিধি লঙ্ঘন করে জেলারের নির্বাচনী প্রচারণা

  • আপডেট সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২, ৪.০৮ এএম
  • ৪৪৫ বার পড়া হয়েছে

আচরণবিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু নির্বাচন কমিশনের সেই নির্দেশনাকে উপেক্ষা করে সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে সরকারি এক কর্মকর্তার বিরুদ্ধে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের ১৯নং ওয়ার্ডে লাটিম প্রতীকের প্রার্থী মো. মোখলেসুর রহমান চৌধুরীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে জেলার পদে কর্মরত মাহবুবুর রহমান মিলনের বিরুদ্ধে। তিনি ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষ্যারচর মধ্যপাড়া এলাকার মরহুম সিরাজুল ইসলাম মিনুর পুত্র।

নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের কাছে সরবরাহকৃত আচরণবিধির ২২নং ধারার ১ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

তবে শর্ত থাকে যে, উক্তরূপ ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে তিনি শুধুমাত্র তাঁর ভোট প্রদানের জন্য ভোটকেন্দ্রে যেতে পারবেন।

২ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, নির্বাচন পূর্ব সময়ে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনী কাজে সরকারি প্রচারযন্ত্র, সরকারি যানবাহন, অন্য কোন সরকারি সুযোগ সুবিধা ভোগ এবং সরকারি কর্মকর্তা বা কর্মচারীগণকে ব্যবহার করতে পারবেননা।

এদিকে আচরণবিধি লঙ্ঘন হলেও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ডে লাটিম প্রতীকের প্রার্থী মো. মোখলেসুর রহমান চৌধুরীর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন ঢাকায় জেলার পদে কর্মরত মাহবুবুর রহমান মিলন।

তিনি মোখলেসুর রহমান চৌধুরীর পক্ষে উঠান বৈঠক সভা সমাবেশের পাশাপাশি গণসংযোগেও অংশ নিচ্ছেন। নিজের পদবী ব্যবহার করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী ও সমর্তকদের হুমকী ধমকীও দিচ্ছেন।

এতে করে ১৯ং ওয়ার্ডে অপর দ্ইু প্রার্থী করাত প্রতীকের প্রার্থী সদ্য সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর ও ঘুড়ি প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন রয়েছেন আতঙ্কের মধ্যে। কারণ মাহবুবুর রহমান মিলন জেলার হওয়ার সুবাদে স্থানীয় পুলিশ প্রশাসনে তার একটা প্রভাব রয়েছে।

এ বিষয়ে জানতে মাহবুবুর রহমান মিলনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, আচরণবিধিতে স্পষ্ট উল্লেখ রয়েছে সরকারি কোন কর্মকর্তা কর্মচারী নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেনা। এ বিষয়ে আমরা অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort