শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী ও নারায়ণগঞ্জবাসীর প্রতি মেয়র আইভীর কৃতজ্ঞতা

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ৪.৩৮ এএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মায়ের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিকসহ বিভিন্ন পর্যায়ের মানুষ। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নাসিক মেয়র ডা. আইভী। বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে কৃতজ্ঞতা জানান মেয়র।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘গত ২৫ জুলাই আমার মমতাময়ী মায়ের মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমবেদনা ও শোক প্রকাশ করায় আমার ও আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ১৯৮৪ সালের ২৫ ফেব্রæয়ারি প্রয়াত পৌরপিতা আলী আহাম্মদ চুনকা’র ইন্তেকালে বর্তমান প্রধানমন্ত্রী আমাদের বাড়িতে এসে আমার মা ও আমাদের পরিবারকে সান্ত¡না প্রদান করেন। সেই স্মৃতি আজও আমাদের কাছে চিরস্মরণীয়। তিনি আমাদের পরিবারের অভিভাবক হিসেবে সর্বসময় মাতৃস্নেহে আমাদেরকে আগলে রেখেছেন। তাঁর প্রতি আমরা চিরকৃতজ্ঞ ও ঋণী।’
মেয়র আরও বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীবর্গ, জাতীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসে বসবাসকারী শুভাকাঙ্খী ও আত্মীয়-স্বজন আমাদের শোকার্ত পরিবারকে সহমর্মিতা ও শোক জানিয়েছেন। এজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কোভিড-১৯ মহামারী উপেক্ষা করে আমার প্রিয় নগরবাসীসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে সমব্যাথী হয়ে আমাদের পরিবারের পাশে এসে দাড়িয়েছেন। আপনাদের এই ভালোবাসার ঋণ আমাদেরকে জনসেবার জন্য আরও বেশি দায়বদ্ধ করেছে। আমার মায়ের জন্য দোয়া চেয়ে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কথা দিচ্ছি আজীবন মানুষের সেবায় নিয়োজিত থাকব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort