শুক্রবার, ২০ জুন ২০২৫, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৫ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার ছাত্র প্রতিনিধি বললেন, ১০ লাখ টাকার এক পয়সাও কম হবে না পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে শহরে অভিযান সিদ্ধিরগঞ্জে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড রূপগঞ্জে পিঠা ব্যবসায়ী শাকিলার অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী, মানববন্ধন প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ ৪০ হাজার স্বেচ্ছাসেবী সদস্যের পরিবার বন্দর উপজেলায় ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন ভিন্নমত প্রকাশকে ‘নিরাপত্তা হুমকি’ দেখত হাসিনার সরকার সব ছেড়ে আধ্যাত্মিকতায় মন দিলেন জ্যাকুলিন!

পদ্মার এক কাতলা ৫০ হাজারে বিক্রি

  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫, ১০.৪৬ এএম
  • ৪৬ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ। মাছটি প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার সকালে উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জেলে জামাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা কিনে নেন।

জেলে জামাল প্রামাণিক জানান, শনিবার ভোরে তিনিসহ ক‌য়েকজন জেলে পদ্মা নদী‌তে মাছ শিকা‌রে গিয়েছিলেন। নদীর বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে জাল ফেল‌লেও মা‌ছের দেখা মিলছিল না। প‌রে ফে‌রিঘা‌টের অদূ‌রে মোহনায় জাল ফে‌লেন তারা। কিছুক্ষণ পর জাল তোলার সময়ই বেশ ক‌য়েক‌টি ঝাঁকি‌তেই বুঝ‌তে পা‌রেন বড় কিছু ধরা পড়েছে। প‌রে জাল নৌকায় তু‌লে দে‌খেন বিশাল কাতলা মাছ।

এরপর মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মমিন মণ্ডলের আড়তে নিয়ে যান। উন্মুক্ত নিলামের মাধ্যমে চান্দু মোল্লা মাছটি কিনে নেন। চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটির ওজন ২৮ কেজি। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মাছটি কিনেছি।

চান্দু মোল্লা বলেন, কাতলা মাছটি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়। সেই সঙ্গে বিক্রির জন্য মুঠোফোনে বিভিন্ন স্থানে যোগাযোগ করতে থাকেন। পরে দুপুরের দিকে কেজিপ্রতি ১০০ টাকা লাভে ১ হাজার ৯০০ টাকা দরে মোট ৫৩ হাজার ২০০ টাকায় তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। মাছটি পরিবহনের মাধ্যমে ঢাকায় পাঠান বলে জানান।

অন্যদি‌কে সা‌ড়ে ১৯ কে‌জি ওজ‌নের আরেকটি কাতলা জে‌লে টক্কু হলদার রেজাউল মণ্ডলের আড়‌তে বি‌ক্রি কর‌তে আন‌লে সে‌টিও চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মা‌লিক মো. চান্দু মোল্লা ১ হাজার ৬৫০ টাকা কে‌জি দ‌রে ৩২ হাজার ১শ টাকায় কি‌নে নেন।

স্থানীয় জেলেরা জানান, পানি কমে যাওয়ায় বছরের এই সময় নদীতে বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ে। ফলে এসময় মাছ ধরা নিয়ে বাড়তি আগ্রহও থাকে বলে জানান তারা। আর এসব মাছ ঘিরে শৌখিন ক্রেতাদের বেশ চাহিদা রয়েছে আড়তগুলোতে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় এখন পানির স্তর নিচে। ফলে বড় আকারের মাছ জেলেদের জালে ধরা পড়ছে। এতে তারা লাভবান হচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort