বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে নব-নিবর্বাচিত ১৬ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন

  • আপডেট সময় শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৪.৫০ এএম
  • ৪২৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলার ১৬ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ১৬ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ সকল চেয়ারম্যানগনদের এ শপথ বাক্য পাঠ করান ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত ১৬ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করানো হয়।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক (উপসচিব) ফাতেমাতুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো: রিফাত ফেরদৌস, সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম প্রমুখ।

যেসকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনদের শপথ বাক্য পাঠ করান তাদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ধামঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদ আলী, বেলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।

শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ নব নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, আজকে যারা এখানে শপথ বাক্য পাঠ করেছেন তারা সবাই এখন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা। এখন থেকে যিনি যে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সেই ইউনিয়নের সকল দ্বায়িত্ব আপনার নিজের।

 

ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখ, উন্নয়ন করা সবকিছুই আপনাদের করতে হবে। নির্বাচনের পূর্বে কে কি করেছে সেটা দেখার দরকার নেই, আপনাকে মনে করতে হবে ইউনিয়ন বাসী আপনাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে।

তিনি আরো বলেন, সরকারের যত প্রকল্প রয়েছে সেগুলো যেন সাধারণ মানুষের কাছে পৌছায় সেভাবে কাজ করতে হবে। এমন কোন কাজ করা যাবেনা যার ফলে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়।

 

তাহলেই একটি সুন্দর ইউনিয়ন গড়ে তোলা সম্ভব। প্রতিটি ইউনিয়ন যদি সুন্দর হয় তাহলেই একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে।

আপনি মনে রাখবেন আপনি কোন দলের চেয়ারম্যান নয়, আপনি আপনার ইউনিয়নের সকলের চেয়ারম্যান। সরকার বিরোধী কর্মকান্ড থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং সরকারী বিরোধী কর্মকান্ডে কাউকে উৎসাহিত করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort