রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

‘নাদিমের স্বর্ণ বাবরদের সমস্ত অর্জনেরও ওপরে’

  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ১১.০৫ এএম
  • ১১ বার পড়া হয়েছে

প্যারিস অলিম্পিকে মাত্র সাতজন অ্যাথলেট পাঠিয়েই বাজিমাত করেছে পাকিস্তান। জ্যাভলিন থ্রোয়িংয়ে তাদের সোনা এনে দিয়েছেন নাদিম আরশাদ। যদিও এটাই একমাত্র অর্জন তাদের। তবে পাকিস্তান আনন্দে ভাসছে মাত্র কয়েকজনের অংশগ্রহণে একটি স্বর্ণ দখলে নেওয়ায়। এমনকি নাদিমের এই কীর্তি বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দলের যাবতীয় অর্জনের চেয়েও ওপরে বলে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার বাসিত আলি।

নাদিম-বাবর দুজনেই পাকিস্তানের ক্রীড়াঙ্গনের বড় তারকা। কিন্তু নাদিম তার অলিম্পিক কীর্তিতে সবাইকে ছাড়িয়ে গেছে বলে মত বাসিতের। তবে তিনি অবশ্য স্বীকার করছেন যে, ক্রিকেট ব্যক্তিগত কোনো নৈপুণ্য নির্ভর খেলা নয়, এখানে দলীয় সাফল্যের জন্য সবার সমন্বিত ভূমিকা থাকা লাগে। অন্যদিকে, নাদিম নিজের পরিশ্রম ও কঠোর ত্যাগের বিনিময়ে ব্যক্তিগতভাবেই সাফল্য পেয়েছেন বলে মন্তব্য সাবেক ক্রিকেটার বাসিতের।

সাবেক ক্রিকেটার ও বর্তমান এই কোচ বলেন, ‘ক্রিকেট ভিন্ন ধারার খেলা। কিন্তু আরশাদ নাদিম দেশের জন্য যা করেছে, এমন কিছু করতে বাবর আজমদের অনেক বছর সময় লাগবে। কারণ বাবর টিম-গেম খেলে। তিনি ব্যক্তিগতভাবে কোনো খেলায় অংশ নেয় না। আরশাদ ব্যক্তিগত ইভেন্টে খেলে এবং স্বর্ণপদকও জিতেছে এককভাবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort