বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

এক ম্যাচ আগেই সিরিজ জিতলো ভারত

  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৩.৫০ এএম
  • ৭৬ বার পড়া হয়েছে

প্রথম দুই ম্যাচ দাপট দেখিয়ে জিতেছিল। কিন্তু তৃতীয় ম্যাচে ২২২ রান করেও হেরেছিল ভারত। আজ শুক্রবার রায়পুরে চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো।

এদিন ভারত আগে ব্যাট করে ৯ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে। জবাবে ৭ উইকেটে ১৫৪ রানে থামে অস্ট্রেলিয়া। ২০ রানের দারুণ জয়ে সিরিজ জয় নিশ্চিত হয় সূর্যকুমার-আবেশ খানদের।

রান তাড়া করতে নেমে ১১ ওভার পর্যন্ত জয়ের লড়াইয়ে ভালোই টিকে ছিল অস্ট্রেলিয়া। এরপর থেকে তারা পিছিয়ে যেতে থাকে। এক সময় রান ও বলের ব্যবধান বেড়ে হয় অনেক বেশি। সেটা আর নাগালে আনতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ পর্যন্ত যেতে পারে।

ব্যাট হাতে ম্যাথু ওয়েড ২ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৬, ত্রাভিস হেড ৫ চার ও ১ ছক্কায় ৩১, ম্যাথিউ শর্ট ২ চার ও ১ ছক্কায় ২২, টিম ডেভিড ১৯ ও বেন ম্যাকডারমট ১৯ রান করেন।

বল হাতে ভারতের অক্ষর প্যাটেল ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। দীপক চাহার ৪ ওভারে ৪৪ রান দিয়ে নেন ২টি উইকেট। রবি বিষ্ণোই ৪ ওভারে ১৭ রান দিয়ে ১টি এবং আবেশ খান ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ১টি উইকেট।

তার আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই করে ভারত। যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড় ৫.৫ ওভারেই তুলে ফেলেন ৫০ রান। এরপর আউট হন জয়সওয়াল। তিনি ৬ চার ও ১ ছক্কায় ৩৭ রান করে যান।

এরপর ৬২ রানে শ্রেয়াস আয়ার (৮) ও ৬৩ রানের সময় সূর্যকুমার যাদব (১) ফিরেন। সেখান থেকে রিংকু সিং ও গায়কোয়াড় দলীয় সংগ্রহকে টেনে নেন ১১১ পর্যন্ত। এই রানে ফেরেন গায়কোয়াড়। তিনি ৩ চার ও ১ ছক্কায় করেন ৩২ রান।

সেখান থেকে রিংকু ও জিতেশ শর্মা দলীয় সংগ্রহে যোগ করেন ৫৬ রান। তাদের ব্যাটে ভর করে ভারত বড় সংগ্রহ পেতে যাচ্ছে মনে হচ্ছিল। কিন্তু ১৬৭ থেকে ১৭৪ রানে যেতে ১১ বলের ব্যবধানে মাত্র ৮ রানে ৫ উইকেট হারায় ভারত।

জিতেশ ১ চার ও ৩ ছক্কায় ৩৫, অক্ষর ০, রিংকু ৪টি চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪৬, দীপক চাহার ০ ও রবি বিষ্ণোই ৪ রান করে আউট হন। তাতে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের সংগ্রহ পায় ভারত।

বল হাতে অস্ট্রেলিয়ার বেন দ্বারসুইস ৪০ রান দিয়ে ৩টি উইকেট নেন। জ্যাসন বেহেরনডর্ফ ৩২ রানে ২টি ও তারভীর সাংহা ৩০ রান দিয়ে ২টি উইকেট নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort